অফবিট

Funny Jokes: নিজের বউ মানে স্ত্রীকে সংস্কৃত ভাষায় কি বলে? ছাত্রের উত্তর শুনে মুখে কুলূপ আঁটলেন শিক্ষক

প্রতিদিনের ব্যস্ততা ভরা জীবনে একজন মানুষের মানসিক চাপমুক্ত থাকার জন্য প্রয়োজন হাসি এবং মজা। তবে রোজকার দৌড়ঝাপের জীবনে আমরা ক্ষনিকের হাস্যরাস নিতে ভুলেই যায় প্রায়! তাই আজকে আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে নিয়ে এসেছি এমন কিছু মজার জোকস যা মানুষকে হাসাতে এবং তাদের মানসিক চাপ কমাতে ক্ষণিকের জন্য হলেও সাহায্য করবে

1) বাবা- বাবা এবার কিন্তু তোকে ৯০% মার্ক্স নিয়ে আসতে হবে।
ছেলে- না বাবা আমি এবার ১০০ শতাংশ মার্কস নিয়ে আসবো।
বাবা- (হাসতে হাসতে) ইয়ার্কি করছিস নাকি!

2) স্ত্রী- ছেলেদের সাধারণ জ্ঞান একেবারে শূন্য!
গোলু- কেন?
স্ত্রী- কেন ছেলেদের বাথরুমে লেখা থাকে “শালু, আই লাভ ইউ কেন শালু কি ওখানে পড়তে যাবে?” বোকা ছেলের দল।

3) শিক্ষক- নিজের বউ মানে স্ত্রীকে সংস্কৃত ভাষায় কি বলা হয়?
ছাত্র- সংস্কৃত ছাড়ুন স্যার, 
আপনি আপনার স্ত্রীকে কোন ভাষাতেই কিছু বলতে পারবেন না।

4) পচা – পুলিশের হাতে ধরা পরল।
পুলিশ- এত মদ খেলি কেন?
পচা- কিছু করার উপায় ছিল না।
পুলিশ- কেন?
পচা- মদের বোতলের ঢাকনা খোলা ছিল।

5) মনু -মন খারাপ করে বসেছিল।
ভানু- কি হয়েছে?
মনু- ব্যাংক থেকে টাকা তোলার ছিল কিন্তু দুদিন হল যেতে পারছি না।
ভানু- কেন যেতে পারলি না?
মনু- আমি স্বপ্নে দেখলাম একটা মেয়ে আমাকে চপ্পল দিয়ে মারছে।
ভানু-তার সাথে ব্যাংকে যাওয়ার কি সম্পর্ক?
মনু- কারন আমি যখন ব্যাংকে গিয়েছিলাম বাইরের বোর্ডে লেখা ছিল আপনার স্বপ্নকে আমরা বাস্তবে বদলে দেব!