খোলা আকাশের দুর্দান্ত অঙ্গভঙ্গিতে প্রাণবন্ত নাচ পাঁচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটপাড়া

সোশ্যাল মিডিয়া এখন জনপ্রিয় মাধ্যম। জনপ্রিয়তা পাওয়ার সবথেকে সহজ জায়গা হল সোশ্যাল মিডিয়া। স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে সামাজিক মাধ্যমে আসাযাওয়া করা খুবি সহজ। এরপর আপনার যদি থাকে কোনো প্রতিভা তবে তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বা হাতের খেল।
অবসর সময়ে অতিবাহিত করতে আমাদের মনোরঞ্জনের দরকার হয়। আর এই মনোরঞ্জন জোগায় সোশ্যাল মিডিয়া। আমরা সামাজিক মাধ্যমে তাই অনেক ভাইরাল ভিডিও ও ছবি দেখি। আর সেই ছবি ও ভিডিও আমাদের সময়কে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়।
সামাজিক মাধ্যমকে ইতিবাচক ভাবে কাজে লাগালে তার রয়েছে একাধিক ভালো ফল।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একদল শিল্পীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এখন বসন্ত কাল আর বসন্ত কাল মানেই চারিদিকে পলাশ ফুল ও পাখির ডাক। বাতাসে ফুলের গন্ধ যেনো এইসময়কে আরও মোহময়ী করে তোলে।
আর এই বসন্তের বাতাস গায়ে মেখে একদল শিল্পী হলুদ রং-এর শাড়ি ও মানানসই সাজে ‘আজ ফাগগনে আগুন লাগে’ গানের তালে নাচ করেছেন। ভিডিওটি ‘পায়েল ডান্স গ্রুপ’ নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এরপরই তা ভাইরাল হতে সময় নেয়নি। প্রচুর মানুষ নাচের প্রশংসা করেছেন শিল্পীদের।