Mojar Jokes: গার্লফ্রেন্ডের শর্তে বনের রাজা সিংহ মারতে রাজি বয়ফ্রেন্ড, কারণ শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হবে
“রামগরুড়ের ছাড়া হাসতে তাদের মানা”- আমরা যেন দিন দিন কবিতার বলা রামগরুড়ের ছানায় হয়ে উঠছি।প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আর ব্যস্ততায় থাকতে থাকতে দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে আমাদের আনন্দ করার জায়গাটুকু। কেবল যেন সময়ের সাথে দৌড়ে চলা আর না হলে ফোনের মধ্যে মুখ গুঁজে থাকা… কিন্তু জানেন কি হাসিতে আনন্দে থাকাই সুস্বাস্থ্যের আসল রহস্য! একজন মানুষ যদি হাসিখুশি থাকেন তখন মানসিক রোগও কাছে আসে না।
তাই ব্যস্ততার মাঝেও মন খুলে হাসুন, আনন্দে থাকুন। ফোন খুললেই আপনার মন যাতে নির্মল আনন্দে ভরে ওঠে ও মন খুলে হাসতে পারেন তার জন্য রইল একগুচ্ছ জোকস্..
গার্লফ্রেন্ড- তুমি কি আমার জন্য সিংহ মেরে আনতে পারবে?
বয়ফ্রেন্ড- এও সম্ভব নাকি! অন্য অপশন দাও।
গার্লফ্রেন্ড- তাহলে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ চেক করতে দাও।
বয়ফ্রেন্ড- কোথায় সেই সিংহ? যার কথা বলছিলে.
রোগী- চোখের সামনে দাগ দেখতে পাই।
ডাক্তার- নতুন চশমা কি সাহায্য করেনি?
রোগী- হ্যাঁ হয়েছে, এখন সেই দাগগুলো আরো স্পষ্ট দেখা যাচ্ছে। বিয়ের আসরে পুরোহিত বরের হাতে কনেকে তুলে দিচ্ছেন, এমন সময় এক শিশু তার বাবাকে প্রশ্ন করে বাবা বর কনে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে কেন?
বাবা- কুস্তিগীররা আখড়ায় ঢোকার আগে অবশ্যই করমর্দন করে।
ইন্সপেক্টর- কনস্টেবলের পকেটে ম্যাচের কাঠি জ্বালালে কেন?
টিটু- স্যার হাবিলদার সাহেব বলেছিলেন জেলে যেতে না চাইলে পকেট গরম করে দাও, তাই ম্যাচ জ্বালালাম।