অফবিট

Bengali Jokes: মরার আগে ১ মিনিট ফেসবুক করার ইচ্ছা মহিলার, কারণ শুনে চমকে গেলেন স্বয়ং যমরাজ

প্রতিদিনের ব্যস্ততার মাঝে মানুষ হাসতে ভুলে গিয়েছে! এককথায় নিত্যদিনের চাপ মানুষকে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছে,এমন অবস্থায় নিয়মিত হাস্যরসপূর্ণ পরিবেশ কিংবা পরিবেশনা মানুষের মানসিক সুস্থতার জন্য একান্ত কাম্য। তাই আজ আমরা আমাদের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে নিয়ে এসেছি আপনাদের জন্য এমন কিছু মজার জোকস যা সারাদিনে খাটুনির পরে আপনাদের কিছুক্ষণের জন্য হলেও হাসতে সাহায্য করবে-

1)টিটু প্রতিবেশীকে বলল- আজ সকালে তোমার কুকুর আমার বই ছিঁড়ে ফেলেছে।
শান্তি- আমি এখন ওকে শাস্তি দেবো।
টিটু- আমি ওকে শাস্তি দিয়েছি।
শান্তি- কিভাবে?
টিটু- আমি ওর বাটি থেকে দুধ খেয়ে নিয়েছি।

2)একজন অন্ধ লোক সেনাবাহিনীতে যোগ দিতে গেল।
কর্নেল- তুমি অন্ধ! কাজ কি করবে?
অন্ধ– নির্বিচারে গুলি চালানোর।

3)যমরাজ- তোমার শেষ দিন এসেছে,চলো!
মহিলা- শুধুমাত্র দুই মিনিট অপেক্ষা করুন। যমরাজ-কেন?
মহিলা– ফেসবুকে শুধুমাত্র একটা পোষ্ট দেব,” ট্রাভেলিং টু ইয়ামলোক”!

4)ছেলেটি মেয়েটিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। মেয়ে-আমরা কোথায় যাচ্ছি?
ছেলে- লংড্রাইভে!
মেয়ে- বাহ!আগে বলনি কেন?
ছেলে- আমি এখুনি জেনেছি।
মেয়ে- কিভাবে?
ছেলে- ব্রেক লাগছেনা।

5)শিক্ষক ছাত্রের প্রতি- এক বছরে কটা রাত হয়? ছাত্র-10টা রাত।
শিক্ষক- কিভাবে?
ছাত্র- নবরাত্রি এবং একটা শিবরাত্রি।
শিক্ষক- নিশ্চুপ।