Unknown Facts: এমন কি জিনিস যা মেয়েদের স্নানের সময়ও ভেজে না? উত্তর জানলে চমকে উঠবেন

Unknown Facts: রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। চাকরির ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি তারপর মেইন্স এবং সবশেষে পার্সোনালিটি টেস্টের আয়োজন করা হয়ে থাকে। সবশেষে নাম্বারের ভিত্তিতে নির্বাচিত হন প্রার্থীরা। আর এই পার্সোনালিটি টেস্টেই এমন কিছু প্রশ্ন করা হয়, যেগুলি সাধারণত প্রার্থীদের বিভ্রান্ত করার জন্য। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো।
১. এমন কোন দেশ রয়েছে যার সাতটি নাম?
উঃ ভারতবর্ষ। আসলে ভারতবর্ষকে প্রাচীন সময় থেকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। যেমন- হিন্দুস্তান, ইন্ডিয়া, আর্যাবর্ত প্রভৃতি।
২. কোন গাছে ওঠা যায় না?
উঃ কলা গাছ।
৩. এমন কী জিনিস যা দেখার পর আমরা ভুলে যাই?
উঃ স্বপ্ন।
৪. এমন কোন স্থান রয়েছে যেখানে রাস্তা আছে কিন্তু যানবাহন নেই, জঙ্গল আছে কিন্তু গাছ নেই, শহর আছে কিন্তু বাড়ি নেই?
উঃ মানচিত্র।
৫. কোন জিনিস আপনার কিন্তু ব্যবহার করে অন্য লোক?
উঃ আপনার নাম।
৬. মাম্বা কী প্রজাতির প্রাণী?
উঃ সাপ।
৭. কোন জিনিস ফেটে গেলে আর সেলাই করা যায় ?
উঃবেলুন
৮. মোবাইলে কীপ্যাডের সমস্ত সংখ্যাকে গুণ করলে কত হবে?
উঃ শূন্য।
৯. নারীর এমন কোন রূপ রয়েছে যা তার স্বামীরা দেখতে পারেন না?
উঃ বিধবা রূপ।
১০. কোন রুমের দরজা, জানালা নেই?
উঃ মাশরুম।
১১. শ্রীলংকার থেকে ভারতে কেন বেশি চাল খাওয়া হয়?
উঃ কারণ, ভারতে জনসংখ্যা বেশি।
১২. বৃষ্টি এলে হাতি কী করে?
উঃ ভিজে যায়।
১৩. মেয়েদের কী এমন জিনিস যা স্নান করার সময় ভেজে না?
উঃ তার ছায়া। (আসলে বিভ্রান্ত করার জন্য মেয়ে শব্দটি ঢোকানো হয়েছে।)