অফবিটভাইরাল ভিডিও

অবিশ্বাস্য! নদীর জলে ভেসে যাওয়া এক ব‍্যক্তির জীবন বাঁচাল বন্য হাতি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

এক মানুষের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ তুচ্ছ করে খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পরলো বাচ্চা হাতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বন্যপ্রাণীরা মানুষের থেকে অনেক বেশি সহমর্মী এবং সংবেদনশীল। থাইল্যান্ডের নেচার পার্কে ঘটেছে এই ঘটনাটি। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মানুষ জলের তোড়ে ভেসে যাচ্ছে এবং তাকে বাঁচানোর জন্য একটি বাচ্চা হাতির নিজের প্রাণ বিপন্ন করে জলে নেমে পড়েছে।

মানুষটি জলের তোড়ে রীতিমতো ভেসে যাচ্ছিলেন এবং সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন তিনি। এমতাবস্থায় তাকে দেখে ওই বাচ্চা হাতি জলে নেমে পড়ে। স্রোতের তোড়ে সেও নিজের দেহের ভারসাম্য রক্ষা করতে পারে না। কিন্তু নিজের শুঁড় দিয়ে এবং পা দিয়ে মানুষটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। অবশেষে নদীর বিপরীত তীরে পৌঁছে যায় তারা। প্রথমে শুঁড় দিয়ে মানুষটিকে বাঁচানোর চেষ্টা করলেও পরে ভারসাম্য রাখতে না পেরে পা দিয়ে আঁকড়ে ধরে মানুষটিকে। পুরো শরীর দিয়ে মানুষটিকে আঁকড়ে এসে বাঁচানোর চেষ্টা করে।

ভিডিওটি শেয়ার করেছেন BSE-র CEO আশিস চৌহান। তবে এই ভিডিওটি ভাইরাল হয়নি এর আগে। YouTube-এর ‘এলিফ্যান্ট নিউজ’ নামে একটি চ্যানেলে এই ভিডিওটি আপলোড হতে দেখা গিয়েছিল ২০১৬ সালে। ভিডিওটি বারবার সোশ‍্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা হাতিটির নাম হল খাম লা এবং ডুবন্ত মানুষটির নাম ডেরিক। থাইল্যান্ড নেচার পার্ক-এর একজন কর্মী। শুধু তাই নয়, খাম লার রীতিমতো বন্ধুস্থানীয় ডেরিক। তাই নিজের বন্ধুকে ডুবতে দেখে আটকাতে পারেনি নিজেকে বাচ্চা হাতিটি। নিজের প্রাণ তুচ্ছ করে স্রোতের তোড়ে ভেসে গিয়ে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এবং অবশেষে সফল হয়েছে সে। এই ভিডিওটিতে বন্যপ্রাণীর সংবেদনশীলতা এবং তাদের সহমর্মিতা মানুষকে অবাক করেছে। তার জন্যই নেটিজেনদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Related Articles