বলিউড ‘Super Hit’ গানে অসাধারন নাচ বিশালাকার হাতির, মুহূর্তে ভাইরাল ভিডিও

একটা সময় সার্কাসে গেলেই নানা পশুর নানা রকম খেলা দেখতে পাওয়া যেতো। কখনো তিন পায়ে, দু পায়ে বা টুলে বসে একের পর এক কৌশল দেখাত কিন্তু এইগুলো সবই তাদের প্রশিক্ষণ দেওয়া হতো মানুষের মনোরঞ্জনের জন্য। যদিও বর্তমানে আইন অনুযায়ী পশুদের বিনোদনের জন্য ব্যবহার করা অপরাধ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কোনো সার্কাস নয় সাধারনভাবেই এক হাতিকে নিজের আনন্দে নেচে উঠতে দেখা গেল।
সম্প্রতি কেরলের একটি ঘটনা ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেখানকার এক হাতি বলিউডের হিট গানের তালে তুমুল ভাবে নেচেছে। শুড় দুলিয়ে দুলিয়ে গানকে উপভোগ করছে হাতিটি। গান নাচ করেছে ভাইরাল হয়েছে অনেকেই তবে এই প্রথমবার মনে হয় নাচ করে ভাইরাল হলো এক হাতি। পশু হলোতো কি হলো তাদেরও মাঝে মাঝে শখ যাই বৈকি। তবে এই ঘটনার পর বোধহয় কেবল মানুষকে বলিউডের অনুরাগী বলা চলবে না। কেরলের এই হাতিটি প্রমান করে দিয়েছে সেও মানুষের মতো বলিউডের ফ্যান।
কেরলের হাতিদের নিয়ে একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে এখানে হাতিদের নানান মজার ভিডিও প্রকাশ করা হয় সম্প্রতি এখানেই একটি ভিডিও শেয়ার করা হয়েছে এখানে দেখা যাচ্ছে কেদারনাথ সিনেমার একটি হিট গান নামো নামো শংকরার তালে শুড় লেজ নাড়িয়ে তালে তালে নাচছে হাতিটি।
জানা গেছে ভিডিওর এই হাতিটির নাম লক্ষী। সে কর্নাটকের কোদিয়াক মন্দিরে থাকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এই ভিডিওতে আট হাজার মানুষ লাইক করেছেন।