Advertisements

হাঁসের বাসায় ঢুকে ছোট্ট বাচ্চাদের সঙ্গে হুলুস্থুলু কান্ড ঘটাল বিশালাকার লাল সাপ, ভাইরাল ভিডিও

Advertisements

মা যখন সম্মুখ সমরে হাজির হয় তখন ক্ষমতার চেয়েও বড়ো হয়ে ওঠে মাতৃত্ব। তাই বাচ্চাকে বাঁচাতে হিংস্র প্রানীর সামনে অবলা প্রাণীরাও হয়ে ওঠে ক্ষমতাশালী। আসলে মা শব্দটি ছোট হলেও এর গভীরতা বিশাল। মায়েদের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে সন্তানের জন্য তারা আত্মত্যাগ করতে একফোটা ভয় পায় না। তাইতো প্রানের পরোয়া না করেই নিজের সর্বস্ব দিয়ে লড়াই করতে নামে। আর এই নিদর্শন কেবল মানুষের জন্য প্রযোজ্য নয় বরং সমগ্র প্রাণিজগতের জন্য‌। মানুষের মতো প্রাণিজগতের রয়েছে অবাক করে মাতৃত্ব যা আগেও বহুবার প্রমাণিত হয়েছে।

সাপেদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো কোবরা সাপ। এই কোবরা সাপকে ভয় পাই মানুষ থেকে শুরু করে বড় বড় প্রাণীরাও‌। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নিজের বাচ্চাদের বাচ্চাদের কোবরার সাথে লড়াইয়ে নেমেছে একটি মুরগি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মুরগী তার বাচ্চাদের নিয়ে কোলে বসে ছিলো। খাবারের সন্ধান করতে করতে একটি কোবরা সেখানে উপস্থিত হয় আর তার নজর পড়ে বাচ্চামুরগি গুলির উপর। সেই শিকারের জন্য সেগুলির ওপর ধেয়ে যায়। মা মুরগিটি নানাভাবে বাচ্চাদের রক্ষা করার জন্য সচেষ্ট হয়।

শেষপর্যন্ত সেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাপুড়ে চলে আসে এবং সাপটিকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে আসে‌। আর এই ভিডিও এখন ভাইরাল।

Related Articles