Advertisements

বিশালাকার সাপের সঙ্গে তুমুল লড়াই বন্য কুকুরের, দেখুন ভাইরাল ভিডিও

Advertisements

আমরা সাধারণত জানি যার ক্ষমতা বেশি লড়াইয়ে সেই জিতে যায়। তবে এই ধারণাটিকে ভুল প্রমাণ করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া কিছু ভিডিও। যা দেখে বোঝা গিয়েছে শুধু গায়ের জোর থাকলেই জেতা যায় না। তার জন্য দরকার উপস্থিত বুদ্ধি, সাহস ও ঐক্য। মানুষ হোক বা পশু সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আজ আমরা জানবো সেরকমই কয়েকটি ঘটনা সম্পর্কে, যেখানে দেখা যাবে ক্ষমতায় দুর্বল হয়েও জিতে যাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিড়াল ও কুমিরের লড়াই। আসলে বিড়ালের মালিককে কুমির আক্রমণ করায় সে তার দিকে তেড়ে যায়। শুধু তাই নয় অবিশ্বাস্যভাবে সে জিতেও যায়। এরপর আসছে হানি বেজার, চেহারায় ছোটো হলেও তারা প্রচন্ড সাহসী। বাঘ ও সিংহের মুখে পড়লেও তারা পিছপা হয়না। সেই কারণেই হানি বেজারের নাম উঠেছে ‘গিনিস বুক অব ওয়ার্ল্ড’এ।

কুকুর ও সিংহের লড়াইয়ে স্বাভাবিকভাবেই সিংহের জিতে যাওয়ার কথা। তবে ঘটনাটি সেরকম হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি কুকুরের ওপর দুটি সিংহ চড়াও হলে সেও লড়াই শুরু করে দিয়েছে। অবশেষে সিংহগুলিই সেখান থেকে চলে যায়।

সবশেষে জানবো পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ ও কুকুরের ঘটনা। সাধারণত কিং কোবরার একটি ছোবল যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। তবে এখানে দেখা গিয়েছে একটি সাপকে পরাস্ত করার চেষ্টা করছে পাঁচটি কুকুর। সাপটি কামড়ানোর চেষ্টা করলেও অবশেষে হার মানে। এর থেকেই বোঝা যায় দলীয় ঐক্য থাকলে যে কোনো লড়াইয়ে জয় সম্ভব।

Related Articles