Advertisements

Video, খাঁ-খাঁ রোদে মাত্র দু’বছরের মেয়েকে নিয়ে ডেলিভারির কাজ করছে এই যুবক, কারণ জেনে হতবাক সাইবারবাসী

Advertisements

বাবা মা এই শব্দটি ছোট হলেও তার গভীরতা অনেক। বাবা মা মানেই নির্ভরতা, প্রখর রোদে শীতল ছায়া দেওয়া বটবৃক্ষ। দেবী দুর্গার মতো মায়েদের দেখা যায় যারা সংসার আর বাইরে উভয় দিকে দ্বায়িত্ব পালন করছে। কিন্তু এবার দশভুজা হয়ে উঠেছেন এক পিতা। হ্যা এবার এমন চিত্রই ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায়। একদিকে সন্তানের প্রতি দ্বায়িত্ববোধ অপর দিকে জীবন সংগ্রাম। আর সেই জীবনযুদ্ধে পথে নেমেছেন সন্তানকে নিয়েই।

বাইকে রাখা ডেলিভারির খাবার, সেই ডেলিভারি বক্সের সাথে নিজের 2 বছরের মেয়েকে শক্ত করে বেঁধে বাইকে চেপে রোদ জল মাথায় করে দিনভর খাবার ডেলিভারি দেওয়ার কাজ করে চলেছেন তিনি। এই ডেলিভারি বয়ের নাম লি। তার এই অভাবের সংসারে রয়েছে তার স্ত্রী ও সন্তান। অভাবের তাড়নায় দু’জনকেই কাজ করতে হয় সমস্যা হয় ওই দুধের শিশুকে দেখাশোনা করা নিয়ে। কিন্তু লি খুব সহজেই এই সমস্যার সমাধান করেছেন তারা দুজন মিলেই মেয়ের দেখাশোনা করার সময় ভাগ করে নিয়েছেন। সকালের দিকে মেয়ের যত্ন নেন লি আর সন্ধ্যায় মেয়েকে সামলান তার স্ত্রী।

চিনের বাসিন্দা লি নিজের কাজ ও সন্তানের প্রতি দায়িত্ববোধ এর নজির তৈরি করেছেন। মেয়ের বয়স যখন মাত্র 6 মাস তখন থেকেই এই জীবনযুদ্ধ শুরু হয়েছে তাদের। তখন থেকেই বাইকে করে মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করছেন তিনি। কিন্তু ওইটুকু বাচ্চা কে নিয়ে রাস্তাঘাটে দ্রুত গতিতে বাইক চালানো রিক্স তো থাকেই কিন্তু উপায় নেই অভাব যে বড় বালাই। তাইতো এই দম্পতির লড়াইয়ে শামিল হয়েছে তাদের কন্যাও।

লি জানিয়েছেন কাজের মধ্যে ছোট্ট মেয়ের সঙ্গ হাসিমুখ সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ছোট্ট মেয়ে মোটেও জ্বালায় না বরং বাবারই সহযোদ্ধা হয়ে উঠেছে সে। আর এত কষ্ট অভাব-অনটনের মধ্যেও সুখ শান্তি ফিকে হয়নি, তিন জন মিলে হাতে হাত রেখে এগিয়ে চলেছেন তারা। লি এর ডেলিভারি করার সময়কার ভিডিও সাউথ চায়না মর্নিং পোস্ট নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে যা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।

Related Articles