রেল স্টেশনের নামের শেষে কেন ‘রোড’ শব্দটি যুক্ত থাকে? কারণ জানলে চমকে যাবেন

Advertisement

ভারতীয় যোগাযোগ ব্যবস্থার ‘প্রাণ’ বলা চলে রেল ব্যবস্থাকে। কারণ, কোটি কোটি মানুষ এই ব্যবস্থাকে মাধ্যম করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। ইতিমধ্যে ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে। ভারতে মোট ৯২,০৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে রেলপথ।

Advertisements

এছাড়া স্টেশনের সংখ্যা ৮,৫০০টি। অন্যদিকে এই রেল সম্পর্কে অনেক অজানা তথ্য থেকে যায়। রেলে এমন কিছু জিনিস এবং বিভিন্ন নামের শেষে এমন কিছু শব্দ লেখা থাকে যেগুলোর অর্থ অনেকেরই জানা থাকে না।

Advertisements

ইতিমধ্যেই আমরা এরকম অনেক শব্দ সম্পর্কে জেনেছি। যেমন-‘টার্মিনাস’, ‘সেন্ট্রাল’, ‘জংশন’ এবং ‘হল্ট’।সেরকমই আজ আমরা জানবো স্টেশনের নামের শেষে ‘রোড’ লেখার অর্থ কী। আসলে একই শহরে অনেক সময় দুটি করে রেলস্টেশন থাকে। একটা শহরের কেন্দ্রস্থলে আরেকটা সামান্য দূরে।

এই একই নাম হওয়ার কারণে সেগুলিকে আলাদা করার জন্য ‘রোড’ শব্দটির ব্যবহার করা হয়। মুখ্য স্টেশনের নামের সাথে ‘সেন্ট্রাল’ এবং পার্শ্ববর্তী স্টেশনগুলোর নামের শেষে ‘রোড’ কথাটি যোগ করা হয়।

Related Articles