মৃত্যুর পর ‘RIP’ বলা হয় কেন? এই তিন অক্ষরের প্রকৃত অর্থ জানলে চমকে যাবেন

Advertisement

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার যুগে এমন বেশ কিছু শব্দ রয়েছে যেগুলি সচরাচর ব্যবহৃত হয় সেরকমই একটি শব্দ হলো ‘RIP’। সাধারণত কেউ মারা গেলে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেকেই এই শব্দের অর্থ না জেনে এটি সচরাচর ব্যবহার করে থাকেন।

Advertisements

আসলে প্রকৃত অর্থ না জেনে শুধুমাত্র দুঃখপ্রকাশের জন্য এই শব্দটি অনেকেই ব্যবহার করেন।তবে আজ আমরা জেনে নেবো এই শব্দের উৎপত্তি এবং এটি কোথায় কোথায় ব্যবহার করা উচিত সেগুলি সম্পর্কে। RIP হলো ‘Rest In Peace’ এর সংক্ষিপ্ত রূপ।

Advertisements

যার উৎপত্তি ল্যাটিন ‘Resquiscat In Peace’ থেকে। যার অর্থ হলো ‘শান্তিতে ঘুমানো’ অর্থাৎ আত্মার শান্তি কামনা করেই এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। ১৮ শতকে প্রচলিত ছিল কোনো ব্যক্তি যদি গীর্জায় মারা যান তাহলে তার আত্মা যীশু খ্রীষ্টের সাথে দেখা করে।

তখন এই শব্দগুলি ব্যবহার করা হতো তার নামের আগে। এছাড়া পঞ্চম শতাব্দীতে মারা যাওয়া ব্যক্তিদের সমাধিতেও ‘RIP’ শব্দটি দেখা যেতো। এক কথায় বলতে গেলে খ্রীষ্টধর্মের সাথে সাথে এই শব্দের প্রচলন বাড়তে থাকে এবং ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

Related Articles