প্লাস্টিকের টুলে কেন ছিদ্র থাকে? প্রায় বেশিরভাগ মানুষই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

আমরা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ব্যবহার করে থাকি যার মধ্যে একাধিক জিনিসের সম্পূর্ণ তথ্য জানি না। সেসব জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় ও অতি সাধারণ হলেও আমরা সেই জিনিস বা বস্তুটি সম্পর্কে পুরোপুরি জানতে পারি না৷ তেমনই একটি বস্তু হল প্লাস্টিকের টুল। প্লাস্টিকের টুলের সাহায্যে আমরা কিছুক্ষণ বসে থাকি। কোনো কাজ করার সময় সেই টুলের উপর বসে কাজ করি।
তাই প্লাস্টিকের টুল সকলেই চিনবে। কিন্তু এত সাধারণ এই বস্তুটি হলেও বলতে পারবেন এটির গায়ে একাধিক ছিদ্র করা থাকে কেনো! ভাবতে বসলেন তো? আজকের প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর রইল। প্লাস্টিকের টুল আমাদের দৈনন্দিন বস্তু হলেও এটির সম্পর্কে আমরা পুরোপুরি জানি না। কেনই বা এর গায়ে থাকে ছিদ্র তা আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার প্রধান কারণ হল হাওয়া চলাচল করার জন্য। যখন একাধিক টুলকে আমরা একের উপর আরেকটি করে রাখি সেইসময় তা খুব সহজেই গলে যায়। আর এরফলে জায়গা যেমন বাঁচে তেমনই একাধিক টুলকে খুব সহজেই এক জায়গায় একের উপর আরেকটি রাখা যায়।
এছাড়া টুলে থাকা ছিদ্র দিয়ে আঙুলের সাহায্যে টুলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়। টুলে ছিদ্র থাকলে সেই সংস্থা টুল তৈরি করার সময় প্লাস্টিক বাঁচাতে পারে। টুলে থাকা ছিদ্রর সাহায্য টুলটি ভারসাম্য রক্ষা করে। যদি কোনো স্থূলকায় ব্যক্তি টুলের উপর দাঁড়ান তবুও টুলটি নিজের জায়গায় স্থির থাকে শুধুমাত্র ছিদ্রগুলির জন্য।