৯০% মানুষই উত্তর দিতে হিমশিম খেয়েছেন! এমন কোন জিনিস যেটা নিজের ছেলে করলে একজন মা রেগে যায় কিন্তু জামাই করলে খুশি হয়?

Advertisement

ইন্টারভিউ প্রশ্ন: ছেলেরা তার মায়ের দেখতে পায় না, কিন্তু বোনের দেখতে পায় কি? চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ইন্টারভিউ (Interview)। যেখানে প্রার্থীদের সাধারণ জ্ঞান, ইতিহাস এবং কিছু কিছু ধাঁধার প্রশ্ন করে উপস্থিত বুদ্ধির যাচাই করা হয়। ফলে চাকরিপ্রার্থীদের কাছে এই ইন্টারভিউ পার্ট খুব একটা সহজ বিষয় নয়। মাঝেমধ্যে ইন্টারভিউয়ে এমন কিছু প্রশ্ন করা হয় যা বেশি লজ্জাজনক হলেও উত্তর খুবই সহজ। আজকের প্রতিবেদনে সেরকমই বেশ কিছু ধাঁধার মতো প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে। তবে চলুন সময় নষ্ট না করে সেইসমস্ত প্রশ্ন সহ উত্তরগুলি চট করে দেখে নেওয়া যাক।

Advertisements

১) প্রশ্ন – কোন পাহাড়ি অঞ্চলকে ‘কুইন অফ রেলস্টেশন’ বলা হয়?
উত্তর- মুসৌরি।
২) প্রশ্ন – পৃথিবীতে মাখন ও ঘি উৎপাদনের প্রথম দেশ কোনটি?
উত্তর- ভারত।
৩) প্রশ্ন – আয়তনের দিক থেকে কোন রাজ্যে সব থেকে বেশি বন রয়েছে?
উত্তর- মধ্যপ্রদেশ।
৪) প্রশ্ন – মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?
উত্তর- তৃতীয় শ্রেণীর।
৫) প্রশ্ন – ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি কার উপর লেখা হয়েছে?
উত্তর- গৌতম বুদ্ধ।
৬) প্রশ্ন – হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলার রাজা কে ছিলেন?
উত্তর- শশাঙ্ক।
৭) প্রশ্ন – আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দর কোনটি?
উত্তর- পোর্ট ব্লেয়ার।
৮) প্রশ্ন – জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- নিউইয়র্ক।
৯) প্রশ্ন – দুটি ‘গ্রিন টাউন’ থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর- বিহার।
১০) প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তর- উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ, সুপিরিয়র হ্রদ।
১১) প্রশ্ন – কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য?
উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য।
১২) প্রশ্ন – বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর- ওড়িশা।
১৩) প্রশ্ন – এমন কি কাজ রয়েছে যা নিজের ছেলে করলে একজন মা রেগে যায় কিন্তু জামাই করলে খুশি হয়?
উত্তর- বউয়ের গোলামী। (বিভ্রান্তিকর প্রশ্ন)।
১৪) প্রশ্ন – এমন কি জিনিস রয়েছে যার দাঁত থাকার পরেও কামড়াতে পারে না?
উত্তর- চিরুনি।
১৫) প্রশ্ন – ছেলেরা তার মায়ের দেখতে পায় না, কিন্তু বোনের টা দেখতে পায় কী?
উত্তর- বিবাহ। (বিভ্রান্তিকর প্রশ্ন)।

Advertisements

Related Articles