Unknown Facts: ‘Bus’-এর বাংলা মানে কি? প্রায় অধিকাংশ মানুষই উত্তর দিতে পারেন নি

Unknown fact Unknown Facts: শহর হোক বা গ্রাম একস্থান থেকে অন্যস্থানে চলাচলের জন্য অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বাস। বিভিন্ন রুটে বিভিন্ন রকমের বাস চলাচল করে। তবে আপনি কি জানেন বাসের Bus) বাংলা অর্থ কী? অনেকেই এই বিষয়টি জানেন না।
আসলে শুরু থেকেই বাস শব্দটি ব্যবহৃত হয়ে হয়ে তার বাংলা শব্দটি কারো মাথাতেই আসেনি।আজ আমরা তারই বাংলা অর্থ সম্পর্কে জানবো এই প্রতিবেদনে। ১৮২০ সালে ইউরোপে প্রথম বাস পরিষেবা চালু হয়েছিল। যদিও সেটি ছিল ঘোড়ায় টানা।
এরপর ১৮৩০ সালে বাষ্পচালিত এবং ১৮৮২ সালে বৈদ্যুতিক ট্রলি বাসগুলির যাতায়াত শুরু হয়। এরপর থেকেই বাস পরিষেবা ধীরে ধীরে উন্নত হতে থাকে। বাদ শব্দটির বাংলা অর্থ হলো ‘যাত্রীবাহী বড়ো মোটর গাড়ি’। কি অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা।
কারণ, এই অর্থটি সম্পর্কে কেউই জানেন না। এমনকি বড়ো বড়ো বুদ্ধিজীবীদের প্রশ্ন করলেও তারা উত্তর দিতে ব্যর্থ হবেন। উল্লেখযোগ্য, বাস ৩০ টি গাড়িকে প্রতিস্থাপন করতে সক্ষম অর্থাৎ বাসগুলি সাধারণত যানজট কমাতে সাহায্য করে।