Funny Jokes: ভূমিকম্পের সময়ও একবারও নড়ল না চিন্টু, কারণ শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হবে
সময়ের সাথে সাথে মানুষের চাপ আরো বেড়েই চলেছে। পরিবারের চাপ, কাজের চাপ সবমিলিয়ে একসময় তৈরি হয় অবসাদ। এই পরিস্থিতিতে আমরা চাই আমাদের পরিবারের সাথে হাসিখুশি থাকতে এবং একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে। যেটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌতুক। কারণ, মন খারাপ থাকলেও একটি কৌতুক শুনলে মন অনেকটাই ভালো হয়ে যায়।
আজ আমরা সেরকমই কয়েকটি কৌতুক নিয়ে এসেছি যা পড়লে, একা থাকলেও হাসি ফুটবে আপনার মুখে।
সিন্টু- তাড়াতাড়ি ওঠো চিন্টু, মনে হয় ভূমিকম্প হচ্ছে। সারা ঘর কাঁপছে ।
চিন্টু- চুপচাপ ঘুমাও তো। বাড়ি ভেঙে পড়লেও বা আমাদের কী? আমরা তো ভাড়াটে।
ডাক্তার- কেমন আছেন এখন? মদ্যপান বন্ধ করেছেন?
রোগী- হ্যাঁ, ডাক্তারবাবু, একেবারে ছেড়ে দিয়েছি। তবে কেউ যদি অনুরোধ করে তাহলে পান করি।
ডাক্তার- বাহ! তা আপনার সাথে ইনি কে?
রোগী- এনাকে অনুরোধ করার জন্য রেখেছি।
বাবা ছেলের উদ্দেশ্যে- মেয়েপক্ষের সামনে বড়ো বড়ো কথা বলবি।
মেয়েপক্ষ আসার পর ছেলে বাবাকে বললো- বাবা চাবিটা দাও তো। ট্রেনটা রোদে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, ভিতরে ঢুকিয়ে দিই।
স্বামী বউয়ের উদ্দেশ্যে- আজ রান্না করোনি কেন?
বউ- পড়ে গিয়েছিলেম। খুব লেগেছে।
স্বামী- কেন কীভাবে পড়লে আর কী হয়েছে?
বউ- বালিশে পড়ে গিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি।