Bengali Jokes: শ্যালিকা আসছে শুনে বউ যা বললেন বরকে, শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হতে বাধ্য
আমাদের এই ব্যস্ত জীবনে হাসির কিছু দেখলে মন ভালো হয়ে যায়। তাই আমরা আপনাদের জন্য মাঝেমধ্যেই নিয়ে আসি বেশ কিছু জোকস। যা হাসির আবহ তৈরি করে।
বাসস্ট্যান্ডে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে ছিল। তাকে দেখে
এক যুবক বললো- চাঁদ তো রাতের বেলায় বের হয়। দিনের বেলায় কীভাবে এলো?
উত্তরে মেয়েটি বললো- প্যাঁচা তো রাতে কথা বলে দিনে কীভাবে কথা বলছে? বিয়েতে পুরোহিত বরের হাতে কনে কে তুলে দেওয়ার সময়
একটি শিশু তার বাবাকে জিজ্ঞেস করকো- বর-কনে একে অপরের সাথে হাত মেলাচ্ছে কেন?
বাবা উত্তরে- কুস্তিগিররা আখরায় ঢোকার আগে অবশ্যই করমর্দন করে।
শিক্ষক- ‘সংগঠনে শক্তি বাড়ে’-এমন একটা ভালো উদাহরণ দাও।
ছাত্র- পকেটে একটা বিড়ি থাকলে ভেঙে যায় আর গোটা একটা প্যাকেট থাকলে ভাঙে না।
বউ তার স্বামীকে চেঁচিয়ে বললো- আজ সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি আসবে।
স্বামী- কেন বিশেষ কিছু আছে কী?
বউ- আমার আত্মীয়-স্বজন আসছে গ্রামের বাড়ি থেকে।
স্বামী- আমি ব্যস্ত, কে কে আসছে?
স্ত্রী- আমার দুই বোন আসছে।
স্বামী খুব খুশি হয়ে- আরে, তোমার আত্মীয় মানে তো আমারও আত্মীয়।