অফবিট

Funny Jokes: বৌমাকে নিয়ে গভীর চিন্তায় শ্বাশুড়ি, ছেলের জবাবে চক্ষু কপালে

“Smile is the best jewellery to wear”- এই কথা যে সর্বাংশে সত্যিই তা বলার অপেক্ষা রাখে না। সৌন্দর্যের অন্যতম প্রতীক হাসি কিন্তু কেবল কি সৌন্দর্যের জন্য! মন খুলে যদি আপনি হাসতে পারেন তাহলে তা যে কেবল যে সৌন্দর্যকে বৃদ্ধি করে তা নয় মনকে যেমন ভালো রাখে তেমন শরীরকেও সুস্থ রাখে। জানলে অবাক হবেন ইমিউনিটি বাড়াতেও হাসির ভীষণ প্রয়োজন।

শরীর ভালো রাখার জন্য তো আমরা অনেক ডাক্তার বদ‍্যি দেখায় কিন্তু মন ভালো রাখার যেন অবকাশ নেই। আর এই কারণেই দিনে দিনে ব্যস্ততার চাপে আমরা হাসতে ভুলে যাচ্ছি তবে আজকের প্রতিবেদন আপনার মুখে হাসি ফিরিয়ে দেবে।

রইল একগুচ্ছ জোকস্..চলুন হাসি আর নিজের জন্য বাঁচি

জোকস্ 1.

স্ত্রী: তুমি আমাকে এমন দুটো কথা বলো, যেটার একটা শুনলে খুশি হব আর একটা শুনলে রেগে যাব।

স্বামী: প্রথম, তুমি আমার জীবনে রয়েছ, আর দ্বিতীয় আমার জীবন অভিশাপ হয়ে গেছে।

জোকস্ 2.

একটি মেয়ে সরকারি অফিসে গিয়ে বলল- দাদা আমি ইনকাম সার্টিফিকেট করাতে চাই।

পিয়ন- যাও বাবুর সাথে দেখা করো।

মেয়েটির সাথে সাথে তার বয়ফ্রেন্ড কে ফোন করে বলল ” বাবু তুমি বলোনি তো তুমি ইনকাম সার্টিফিকেট বানাও।”

জোকস-3

মা আতঙ্কিত হয়ে ছেলেকে ফোন করে বলল- বাবু তাড়াতাড়ি বাড়ি আয় বৌমার প্যারালাইসিস হয়েছে। মুখ বেঁকে গেছে চোখ ওপরে উঠে গেছে ঘাড় বেঁকে গেছে। ছেলে শান্তভাবে বলল ঘাবড়িও না, ও সেলফি তুলছে।