whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

এই ছবিতে রয়েছে ৩টি সহজ পার্থক্য, 15 সেকেন্ডে খুঁজে পেলে আপনি সুপার লেজেন্ড

Optical Illusion: বর্তমানে বিভিন্ন ভাইরাল হওয়া অনলাইন ছবিতে ব্রেন টিজারের বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ব্রেন টিজারের মাধ্যমে জ্ঞানীয় কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের দৃষ্টিশক্তি এবং উপস্থিত…

Published By: Sangbad Safar Desk | Updated:
Advertisements

Optical Illusion: বর্তমানে বিভিন্ন ভাইরাল হওয়া অনলাইন ছবিতে ব্রেন টিজারের বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ব্রেন টিজারের মাধ্যমে জ্ঞানীয় কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের দৃষ্টিশক্তি এবং উপস্থিত বুদ্ধি বিচার করার জন্য ব্রেন টিজারের ভূমিকা অপরিসীম। আপনার যদি ঈগল চক্ষু থাকে তবে আপনিও মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে উপরের ছবি দুটির মধ্যে থাকার তিনটি পার্থক্য খুঁজে বের করতে পারবেন। ব্রেন টিজারের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করে নিজের উপস্থিত বুদ্ধি এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাকে বৃদ্ধি করা সম্ভব।

আপনার জন্য নির্বাচিত

Optical Illusion

যদি আপনার দৃষ্টিশক্তি ঈগলের মত তীক্ষ্ণ হয় তবে ১৫ সেকেন্ডের মধ্যেই দুটি ছবির ডলফিন এর পার্থক্য খুঁজে বের করতে পারবেন। এটি মূলত একটি ধাঁধার সমাধান করার মতো প্রক্রিয়া। ঈগলকে পাখিদের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী বলা হয়। উপরের ছবিগুলি থেকে তিনটি পার্থক্য ১৫ সেকেন্ডের মধ্যে বের করে দিলে আপনাকেও ঈগল চক্ষুর অধিকারী বলা যেতে পারে। আপনি কি এই ছবি থেকে পার্থক্য ৩ টি খুঁজে পেলেন ১৫ সেকেন্ডের মধ্যে? যদি না পান তবে দেখে নিন কোন তিনটি পার্থক্য রয়েছে দুটি ছবির মধ্যে।

১) প্রথমেই ছবিতে থাকা ডলফিন দুটির দিকে তীক্ষ্ণ নজর দিন। ডলফিনের পেটের আকৃতির সূক্ষ্ম পরিবর্তন-এর মধ্যে থেকে প্রথম পার্থক্যটি খুঁজে পাবেন।

২) ডলফিন-এর চারপাশের জলের এলাকাতে থাকা জিনিসগুলি এবং জলের প্রবাহ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখুন। জলের প্রবাহ বা প্যাটার্ন এর মধ্যেই খুঁজে পাবেন দ্বিতীয় পার্থক্যটি।

৩) জলের মধ্যে থাকার শিলা ও সামুদ্রিক গাছপালা ইত্যাদিকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। এগুলির রং বা অবস্থানের পরিবর্তন এর মধ্যে লুকিয়ে আছে তৃতীয় পার্থক্যটি।

Optical Illusion