Advertisements

বউভাতের রাতে বরকে ফেলে দেওরের সাথে তুমুল নাচ সুন্দরী বউদির, Viral Video

Advertisements

বিয়ে মানেই মানুষের কাছে আনন্দ উৎসব। একটি বিয়েকে কেন্দ্র করে দুটি বাড়ি মেতে ওঠে আনন্দে। বিয়ের নানা উপাচার থেকে শুরু করে লোক সমাগম সবকিছু নিয়েই জানো বিয়ে বাড়ি পরিণত হয়ে ওঠে এক উৎসবস্থলে।

আমাদের ভারতবর্ষে বিভিন্ন সংস্কৃতির মানুষের বাস সেই কারণে নানান বৈচিত্র্যময় বিয়ে দেখা যায়। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের সামনে ধরা পড়ে সেই সব চিত্র। মাঝে মাঝে তা মানুষের কাছে হয়ে ওঠে হাসির খোরাক। আবার কখনো সেইসব ভিডিও দেখে আমাদের মন ভালো হয়ে যায়।

বর্তমানে ইন্টারনেটের যুগে পৃথিবীর যেই কোনায় ঘটনা ঘটুক না কেন তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর আমরাও সেই সব ঘটনার সাক্ষী থাকি, এমনই এক ঘটনা সম্প্রতি উঠে এসেছে নেট নগরীতে যা দেখে মানুষ হেসে কুটিপাটি।

নিজের বিয়ে নিয়ে তো প্রত্যেকেই অনেক আনন্দে থাকে, কারণ কথায় আছে বিয়ে একবারই হয়, তাই হালে লোকলজ্জা বাদ দিয়ে নিজের বিয়েতে আনন্দ করতে দেখা যায় বহু নতুন বর বউ কে। আর আজকে যেই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলছি সেটিও ঠিক তেমনই এক ঘটনা।

বিয়ের পরে বৌভাতের দিন বউকে নিয়ে উদ্দাম নৃত্য করছেন এক ব্যক্তি। বউ ও জনপ্রিয় হিন্দি গানের তালে মন খুলে তুমুলভাবে নেচে চলেছেন বরের সাথে। আশেপাশে থাকা পরিজনেরা হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন নবদম্পতিকে। আর নেট দুনিয়ায় এই ভিডিওটি আসতেই নেটানগরীর মানুষেরা তা ভাইরাল করে দিয়েছেন কয়েক মুহূর্তের মধ্যে।

Related Articles