Advertisements

ও সাকি, বিয়ে বাড়িতে ‘Super Hit’ হিন্দি গানে তুমুল নাচ সুন্দরী বউদির, ভাইরাল ভিডিও

Advertisements

বিয়ে বাড়ি মানেই সেখানে হবে নানান মজা। বিয়ে বাড়িতে কতইনা কান্ড ঘটে। বিয়ে বাড়িতে খাওয়া-দাওয়ার সঙ্গে কিন্তু নাচটাও মাস্ট। আজকাল নতুন বড় বড় কিন্তু গানের তালে কোমর দোলায়। আর এবার,বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমুল নেচে তাক লাগাল বৌদি।

বর্তমানে বিয়ের মরশুম। ওলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে সানাইয়ের শব্দ। সেলেব থেকে সাধারণ মানুষ সকলের কাছে বিয়ের মরশুমে। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেখা যাবে সকলের বিয়ের ছবি।

সোশ্যাল মিডিয়ায় কতইনা ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষ পৌঁছে যায় শীর্ষে। এরই মাঝে সম্প্রতি ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ে বেগুনি পাওয়ার গোলাপি রঙের শা’ড়ি পড়ে সাকি সাকি গানে নাচ করছে।

সাকি গানে শাড়ি পরে নাচ করা অত্যন্ত ডিফিকাল্ট। তবে সেই ডিফিকাল্ট কাজই করেছে ভাইরাল সেই কন্যা। ওই মহিলার নাচ দেখে সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছে।

Related Articles