বোলে চুড়িয়া বলিউড ‘Super Hit’ গানে দুর্দান্ত ডান্স পারফরমান্স দুই সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

কখনো ভেবে দেখেছি কি যদি সিনেমার মধ্যে গান বা নাচ যুক্ত না থাকতো তবে কি হত? একটানা ডায়লগ এর মধ্যে সিনেমা কিছুটা বোধহয় বোরিং হয়ে উঠতো। তাইতো যুগ যুগ ধরে সিনেমার সাথে তুমুলভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে নাচ গান।
নাচ গান এই কলা গুলি সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশেষত নাচ এখন আরো অভিজাত্যের সাথে বলিউডে জায়গা করে নিয়েছে। এমনকি চেনাচলতি নাচের মুদ্রা ভেঙে তৈরি হচ্ছে আধুনিক নাচ। আর সিনেমার সাথে পাশাপাশি মানুষের জীবনে নাচ হয়ে উঠেছে অনুভূতির মাধ্যম, ভালোবাসার জায়গা। তাইতো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে প্রচুর শিল্পীর নাচের প্রতিভা সামনে আসছে যা আমাদের মুগ্ধ করছে। নাচ হয়ে উঠছে জীবনের অনুসঙ্গ, আনন্দ প্রকাশের ভাষা।
শাহরুখ খান অভিনীত জনপ্রিয় হিন্দি সিনেমা কাভি খুশি কাভি গাম এর সেই গান বোলে চুরিয়া বোলে কঙ্গনার কথা নিশ্চয় সকলের মনে আছে!! 2001 সালে এ মুক্তি পেয়েছিল এই সিনেমা কিন্তু 20 বছর পেরিয়েও আজও যখন এই গান বেজে ওঠে তখন পুরনো বলে মনে হয়না।
এবার এই গানের তালে নেচেই সোশ্যাল মিডিয়া কাপালো দুই যুবতী। গানের তালে ছন্দ মিলিয়ে যে ভঙ্গিমায় তারা নাচ পরিবেশন করলেন তা এককথায় অনবদ্য।নাচের পাশাপাশি তাদের এক্সপ্রেশনেও ছিল অমোঘ আকর্ষন। তাদের নিখুত ডান্স স্টেপ, বডি ল্যাঙ্গুয়েজ দৃষ্টিভ্ঙ্গি সবটাই নজর কাড়তে বাধ্য হবে।
ভিডিওতে যে দুজন প্রতিভাবান যুবতীদের দেখা যাচ্ছে তারা হলেন আরজু ও আয়েশা। নিজেদের ইউটিউব চ্যানেল থেকেই তারা এই ভিডিওটি পোস্ট করেছেন। ইতিমধ্যে দেড় মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। 26 হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন আর কমেন্টে প্রচুর মানুষ প্রশংসা করেছেন তাদের।