Advertisements

বিশালাকার কুমিরের সামনে মাথা ঝুঁকিয়ে বন্ধুত্বের আবদার, অল্পের জন্য রক্ষা পেল দুঃসাহসী এই বৃদ্ধ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

কুকুর আর বিড়ালের সঙ্গে মানুষের সখ্যতা হামেশাই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্যপ্রানীকে কখনো কি পোষ মানানো যায়? অনেকেই হয়তো বলবেন বন্যপ্রাণী দেখলেই যেখানে দশ হাত দূরে থাকতে হয় তাকে পোষ মানানো অসম্ভব। কিন্তু পশুপ্রেমীদের ক্ষেত্রে মনেহয় কিছুই অসম্ভব নয়। যে ‌প্রানীদের দেখলে ভয়ে কাঠ হয়ে যায় আমরা সেখানে কিছু পশুপ্রেমীরা অনায়াসে সখ্যতা গড়ে তোলে বন্যপ্রাণীদের সঙ্গে।

কুমীরের বিশালতা আর তার শিকারী রূপের কথা কারো অজানা নয়। সম্প্রতি এক ব্যক্তির সাথে কুমীরের সখ্যতার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। কুমীরের কাছে গিয়ে তার সামনে মাথা নত করে তাকে স্পর্শ ও আদর করে গল্প করলেন এক ব্যক্তি। এমন দুসাহসিক কাজে রীতিমতো তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি লোক একটি জলাশয়ের ধারে বসে রয়েছে। ওই জলাশয় এর সামনেই রোদ পোহাচ্ছে কুমির। তাকে দেখে ভীত হওয়া তো দূরের কথা তার সামনে মন খুলে কথা বলছে ওই ব্যক্তি। ভিডিওটি যিনি ক্যামেরাবন্দি করছিলেন তিনি ব্যক্তিটিকে বারবার সাবধান করছিলেন। কিন্তু ওই ব্যক্তিটি কুমিরটিকে নিজের মা বলে ডেকে পিঠে হাত বুলিয়ে আদর করছিলেন।

জানা গেছে ওই ব্যক্তিটির নাম পঙ্কজ। গুজরাটের ভদোদরা শহরের বাসিন্দা তিনি। তার ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই অবাক হয়ে গেছেন সকলে। কুমীরটিও যেভাবে ওই ব্যক্তির কথা শুনছিল তা দেখে মনে হবে দুজনে তার পূর্বপরিচিত। পঙ্কজবাবু আর ওই কুমিরটির মিষ্টি আচরনে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।

Related Articles