Unknown Facts: শ্যাম্পুকে বাংলায় কি বলে? ৯৯% মানুষই সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

Advertisement

Unknown facts Unknown Facts: খুশকি, ময়লা দূর করতে চুলে শ্যাম্পু ব্যবহার করা হয়, জানেন এই শ্যাম্পুর বাংলা নাম? শ্যাম্পু (Shampoo) কথাটার সাথে আমরা সকলেই পরিচিত। যা চুলের নোংরা, খুশকি পরিষ্কার করতে ব্যবহৃত করা হয়। অর্থাৎ চুলকে নোংরার হাত থেকে রক্ষা করতে এবং নরম-মোলায়েম রাখতে এই শ্যাম্পু ব্যবহার হয়। তবে জানেন কি এই শ্যাম্পুর বাংলা নাম? যা অনেকের কাছেই অজানা। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই জানানো হয়েছে।

Advertisements

 

Advertisements

Shampoo-র বাংলা মানে কি?

 

চলুন আগে শ্যাম্পু (Shampoo)-র প্রবর্তন সম্পর্কে জেনে নেওয়া যাক। লোকমুখে শোনা যায়, সর্বপ্রথম ভারতবর্ষ (India)-এই শুরু হয়েছিল শ্যাম্পুর ব্যবহার। মূলত আমলকি এবং বিভিন্ন ছোট ছোট গাছ থেকে এটি তৈরি হয়। জানা গেছে সংস্কৃত শব্দ ‘চাম্পু’ থেকে এই ‘শ্যাম্পু’ কথার উৎপত্তি। শ্যাম্পু কথার অর্থ হলো এক প্রকার তেল, যা মাথায় দিয়ে ম্যাসাজ করা হয়।

১৭৬২ সালের দিকে এই ইংরেজি ‘শ্যাম্পু’ শব্দের উৎপত্তি হয়।পরবর্তীতে আনুমানিক ১৮১৪ সালে ইংল্যান্ডে (England) শ্যাম্পু তৈরি শুরু হয়। এরপর সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এই শ্যাম্পুর ব্যবহার। যা বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে দৈনন্দিন জিনিসের তালিকায় এক অন্যতম জিনিস হয়ে উঠেছে। গোটা বিশ্বজুড়ে এই শ্যাম্পুর ব্যাপক চাহিদা রয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না এই শ্যাম্পু (Shampoo)-র বাংলা নাম।

 

একজন ছেলে এমন কী কাজ করে যেটা একজন মেয়েকে কাঁদায়? উত্তর জানলে অবাক হবেন

জানা গিয়েছে শ্যাম্পুর বাংলা নাম হলো কেশ পরিমার্জক। এছাড়াও শ্যাম্পুকে বাংলায় মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবানযুক্ত তরল পদার্থ বলা হয়। তবে সকলেই ইংরেজি শব্দ শ্যাম্পু শব্দের সাথেই পরিচিত। এই বাংলা শব্দের সাথে অতটাও পরিচিত নয়। তাই সকলেই ইংরেজি শব্দ শ্যাম্পুকে বাংলায় শ্যাম্পু বলে। চুলে এই শ্যাম্পু (Shampoo) ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার করা হয়। যা শ্যাম্পু করার পর চুলের রুক্ষভাব কে নরম এবং নমনীয় করে তোলে।

Related Articles