‘Airconditioner’ এর বাংলা কি জানেন? 99% মানুষ উত্তর দিতে ব্যার্থ

ইতিমধ্যে রৌদ্রের তাপে ধীরে ধীরে গরম বাড়ছে গোটা বাংলা জুড়ে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই নানান উপায়ে নিজের শরীরকে শান্ত রাখার চেষ্টা করছেন। তেমনই ঘরে শান্তিতে থাকার জন্য অনেকেই কিনে ফেলছেন AC বা “Airconditioner” । এর মাধ্যমে ঘরের বাতাস স্বাভাবিকের থেকে অনেকটাই স্বস্তিদায়ক হয়। আর তাই বর্তমানে ঘরে ঘরে প্রায় সকলেই এই ইলেকট্রনিক জিনিসটি কেনেন।
তবে অনেকেই এটি কিনলেও কেউই সঠিক বাংলা মানে জানেন না AC বা এয়ার কন্ডিশনের “Airconditioner” । এর রয়েছে দু’টি বাংলা প্রতিশব্দ। তবে সেই শব্দ দু’টি বিশেষ ব্যবহার হয় না। সকলেই এসি বা এয়ার কন্ডিশন হিসেবে জানেন। তবে আজকের প্রতিবেদনে জানানো হবে এসি বা এয়ার কন্ডিশনের বাংলা প্রতিশব্দ। আর তা জানার পর আর কোনো সমস্যা থাকবে না।
মেয়েদের শরীরের কোন অংশ সবসময় ভেজা থাকে সবসময়? উত্তর জানলে চমকে যাবেন
“Airconditioner” এর বাংলা প্রতিশব্দ :
এসির একটি বাংলা প্রতিশব্দ হল বাতানুকূল যন্ত্র এবং আরেকটি প্রতিশব্দ হল শীতাতপ যন্ত্র। বাতানুকূল বলতে বোঝায় বাতাসকে অনূকূল রাখে যে যন্ত্র। আরেকটি বাংলা প্রতিশব্দ শীতাতপকে অনেকেই শীততাপ বলেন। কিন্তু সেটি ভুল শব্দ। শীতাতপ শব্দ দু’টি শীত ও আতপ শব্দ দ্বারা তৈরি। যদিও এই দু’টি বাংলা প্রতিশব্দ বিশেষ ব্যবহৃত হয় না। সকলেই এসি বলেই অভ্যস্থ।
এসির ক্ষমতা পরিমাপ করা হয় টন দিয়ে। ঘর যত বড় হবে এসির টন তার উপর অদলবদল হবে। ছোটো ঘর হলে ১ টন, একটু বড় ঘর হলে ১.৫ টন এবং বড় ঘর হলে ২ টনের এসি দরকার হয়। এছাড়া এসির জন্য যে বিদ্যুৎ দরকার হয় তা এসির মডেলের উপস নির্ভর করে। এসির মডেলের উপর ইলেকট্রিল বিল নির্ভর করে।