হুবহু দীপিকার স্টাইলে ‘বেশরম’ গানে নেচে সকলকে তাক লাগালো এই সুন্দরী যুবতী, প্রশংসায় নেটপাড়া

সিনেমার পর্দায় ‘পাঠান’ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন। কিন্তু এখনও যেনো তার রেষ কাটেনি৷ অনেকেই এই ছবির গানে নিজেদের কোমর দুলিয়ে ভিডিও পোস্ট করতে ব্যস্ত থাকেন৷ আর এভাবেই মাঝেমধ্যে দেখা যায় ছবির গানে রিলস্ ভিডিও ভাইরাল হতে। সম্প্রতি এই গানে নাচ করলেন এক যুবতী। জানা গিয়েছে, তার নাম স্নেহা বকলি৷ আর তার নাচের ভিডিও ভাইরাল না হয়ে পারেনি।
সোশ্যাল মিডিয়ায় এমন নানান নাচের ও গানের ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় নানান প্রতিভা। প্রতিভা থাকলে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগে না৷ আর সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত প্রতিক্রিয়া পাওয়া যায় বলে এই মাধ্যমের জনপ্রিয়তা অনেক বেশি। নিত্যদিন এই মাধ্যমে এমন ভিডিও দেখি৷ মানুষের অবসর সময়ের সঙ্গ হিসেবে এসেছে স্মার্টফোন।
আর এই স্মার্টফোনে আমরা এমন অনেক ভিডিও ও ছবি দেখি। সম্প্রতি বলিউড ছবি ‘পাঠান’-এর জনপ্রিয় গান ‘বেশরম রং’-এ নাচ করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানকে৷ এবার এই গানেই নাচ করল এক যুবতী একেবারে সমুদ্রের পাশে দাঁড়িয়ে নাচ করলেন তিনি৷ ওই যুবতীর দুর্দান্ত নাচ ও বোল্ড লুক নজর কেড়েছে সকলের।
ভিডিওতে ওই যুবতীকে দেখা গিয়েছে কালো রঙের হট প্যান্ট ও মাল্টি কালারের ব্রালেটে। সঙ্গে মানানসই মেকাপে দেখা গিয়েছে তাকে। নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে সময় নেয়নি৷