কাঞ্চনজঙ্ঘার মন মুগ্ধকর পরিবেশ, কম খরচে ঘুরে আসুন এই অপরূপ হিল স্টেশন থেকে

গরমে কি হাসফাস অবস্থা! আপনিও কি চাইছেন ক’দিন পাহাড়ের আবহাওয়া গায়ে লাগিয়ে আসতে! এই প্রবল গরমে দক্ষিণবঙ্গের প্রায় সকলেই ছোটেন পাহাড়ে। সাময়িক স্বস্তির খোঁজে পাহাড়ের নির্জন জায়গায় সুন্দর আবহাওয়ায় ক’দিন কাটিয়ে আসতে চান। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কোথায় যাবেন৷ তাই দিশেহারা হয়ে পড়েন৷ তবে আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি জায়গার সন্ধান।
পাহাড়ের কোলে একটি গ্রামের সন্ধান দেবো আমরা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাবেন৷ গরমের সময় ছুটি কাটাতে দার্জিলিং, সিকিম প্রায় সকলেই যান। কিন্তু আজকের প্রতিবেদনে রয়েছে একটি পাহাড়ি গ্রামের খোঁজ। ছোট্ট এই পাহাড়ি গ্রামের নাম লামাগাঁও। এটি বিজনবাড়ির কাছে অবস্থিত। প্রকৃতির স্বাদ নিতে হলে একবার লামাগাঁও ঘুরে আসতেই পারেন। প্রকৃতি নিজেকে উজাড় করেছে এখানে।
রয়েছে নদীর কলকল শব্দ, পাখির কিচিরমিচির ডাক। বিজনবাড়ি থেকে লামাগাঁও-এর দুরত্ব ১২ কিলোমিটার। সকালে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর দৃশ্য দেখে ঘুম ভাঙবে আপনার। লামাগাঁও গ্রামে রয়েছে লম্বা লামা। লামাগাঁও গ্রামটি ৫২০০ ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং-এর প্রধান শহর থেকে লামাগাঁও-এর দূরত্ব ৩৩ কিলোমিটার ও বিজনবাড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার দুরত্বে এই ছোট্ট পাহাড়ি গ্রাম লামাগাঁও।
লামাগাঁওতে প্রচুর পরিমাণে ইশকু ও কালো এলাচের উৎপাদন হয়। লামাগাঁওতে যেমন সকালের ঝলমলে দিনে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন তেমনই রাতের অন্ধকারের নির্জন পরিবেশ উপভোগ করতে পারবেন। দক্ষিণবঙ্গের এই গরমে দুদিনের জন্য শান্ত ও নিরিবিলি স্থানে কাটাতে হলে অবশ্যই ঘুরে আসতে পারেন লামাগাঁও। এখানে রয়েছে নাম না জানা পাখি সহ বিভিন্ন ফুলের সমাহার।