সৌন্দর্যে একাধিক বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে ‘গ্রেট খালি’র সুন্দরী কন্যা! রইল ছবি গ্যালারি

বিখ্যাত কুস্তিগীর গ্রেট খালি (Great Khali)-কে সকলেরই চেনা। যাঁর আসল নাম দলীপ সিং রানা (Dalip Singh Rana)। তবে সকলে তাকে গ্রেট খালি হিসেবেই চেনে। প্রসঙ্গত, WWE-তে ভারতের হয়ে আন্তর্জাতিক কুস্তি মঞ্চে প্রতিনিধিত্ব করেছিলেন দলীপ সিং রানা ওরফে দ্য গ্রেট খালি (The Great Khali)। আর সেখান থেকেই তাঁর খ্যাতি সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে চেনেন কি এই বক্সিং স্টার-এর কন্যাকে? যার রূপে হার মানবে বলিউডের অন্যান্য তারকারা। চলুন তার বিষয়েই জেনে নেওয়া যাক।
যেমন তাঁর চেহারা, তেমনই বিশ্বজোড়া নাম রয়েছে দ্য গ্রেট খালি (The Great Khali)-র। তবে যতই তিনি বক্সিং স্টার হিসেবে পরিচিত হন, অন্যদিকে তিনি খুবই সাংসারিক মানুষ। ২০০২ সালে হরমিন্দর কাউর (Harminder Kaur)-কে বিবাহ করেন দ্য গ্রেট খালি। আর তারপরেই বক্সিং স্টার হিসেবে ভারতের গর্ব হয়ে ওঠেন তিনি। বদলে যায় তাঁর ভাগ্য।
বিবাহের ১২ বছর পর তাদের কোল জুড়ে আসে তাঁদের কন্যা অবলীন রানা (Abalin Rana)। ২০১৪ সালে জন্মগ্রহণ করেন তাঁদের কন্যা অবলীন। ফলে খালির চোখের মণি হয়ে ওঠে তাঁর কন্যা। সোশ্যাল মিডিয়া জুড়ে ভর্তি তাঁর মেয়ের সাথে কাটানো সব মুহূর্তের ছবি, ভিডিও। মেয়ের সাথে নানা ধরনের খুনসুটি, মজার মজার ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেন দ্য গ্রেট খালি (The Great Khali)।
বক্সিং স্টার হিসেবে দলিপ (Dalip)-কে বাইরে থেকে রাফ এন্ড টাফ মনে হলেও তিনি তাঁর মেয়ের কাছে একদমই শিশু। নেটদুনিয়ায় পোস্ট করা ভিডিওগুলি দেখলে বোঝা যায়, তিনি যখন তাঁর মেয়ের সাথে সময় কাটান, তখন তাঁর মেয়ের মতোই শিশু হয়ে যান দলীপ (Dalip)।
তবে এই সুখকর জীবনের আগে একটাসময় খুবই কষ্টে দিন কাটতে হয়েছে দলীপ (Dalip)-কে। জানা গিয়েছে একটা সময় অর্থের অভাবে শ্রমিকের কাজ করেছেন দলিল। ৫ টাকার বিনিময়ে সেই কাজ করেছেন তিনি। তবে পরবর্তীতে মিস্টার ইন্ডিয়া (Mister India) খেতাব পাওয়ার পর তাঁর জনপ্রিয়তা উর্ধ্বমুখী হয়। তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তবে বর্তমান সময়ে স্ত্রী-কন্যাকে নিয়ে বেশ সুখে রয়েছেন ভারতের প্রখ্যাত কুস্তিগীর দলিপ সিং রানা (Dalip Singh Rana) ওরফে দ্য গ্রেট খালি (The Great Khali)।