Advertisements

জনপ্রিয় হিন্দি গান তুমুল নাচ লাস্যময়ী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

নৃত্য শিল্প জগতে বেলিডান্স এমন একটি নৃত্যশৈলী যা নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই থাকে তুঙ্গে। অনেকে যেমন এটিকে শিল্প নৈপুণ্যে হিসেবে শিল্পীমন দিয়ে বিচার করেন তেমন অনেকের মতেই এটি উত্তেজনা সৃষ্টিকারী নৃত্যশৈলী। কিন্তু যারা শিল্পী মনস্ক তারা এই গুনের কদর করেন। আর তাইতো দেশীয় সংস্কৃতির না হয়েও এই নাচের ভঙ্গিমা আমাদের দেশের নৃত্য সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। প্রচুর মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে এই নৃত্য ভঙ্গিমা। বর্তমানে বেলি ডান্সের জনপ্রিয়তা ও নেহাত কম নয়।

তাইতো কেবল বলিউড নায়িকা বা নামী নৃত্যশিল্পীয় নয় অনেক অনামী শিল্পীও বেলি ডান্সের মাধ্যমে নিজের শিল্পীসত্ত্বা প্রকাশ্যে আনছেন। তারাও যে নামী শিল্পীদের থেকে কম নয় তা প্রকাশ পাচ্ছে প্রতিনিয়ত। বেলি ডান্স এর স্টেপ, অভিনব উপস্থাপন করে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে নৃত্যশিল্পীরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন যুবতীর নাচ ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি গানের তালে অসম্ভব সুন্দর ভঙ্গিমায় কোমর দুলিয়ে নাচ করে চলেছেন তিনি। বেশীরভাগ ক্ষেত্রেই তাদের বেলি ডান্সের মুদ্রা ব্যবহার করতে দেখা যাচ্ছে। কালো রঙের অফ হোয়াইট একটি পোশাকে যেমন উষ্নতা ছড়িয়েছেন তেমন শিল্পীসত্ত্বার পরিচয় দিয়েছে।

তার নিখুত স্টেপ এক্সপ্রেশন সবটাই অনবদ্য। প্রতিটি স্টেপ এর সাথে গানের অনুভূতিগুলি কেউ যেন তিনি তুলে ধরেছেন‌। আর তাইতো মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েছে যুবতীর প্রশংসায় পঞ্চমুখ রয়েছেন নেটিজেনরা। তাঁর আরও নাচের ভিডিও দেখার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।

Related Articles