‘বক্ষযুগল’ কাঁপিয়ে তুমুল নাচ সুন্দরী যুবতীর, নাচ দেখে ফিদা সাইবারবাসী

নৃত্য শিল্পজগতে বেলি ডান্স এমন একটি নৃত্য শৈলী যা নিয়ে আলোচনা ও সমালোচনা দুটোই থাকে তুঙ্গে। অনেকের কাছেই এই নাচ অঙ্গ প্রদর্শন মনে হলেও শিল্পীমনষ্কতা মানুষরা এটি শিল্পের দৃষ্টি হিসেবেই দেখেন। আসলে যে ঘরানার যে নৃত্য সেখানে সেইভাবেই শিল্পনৈপুন্য প্রকাশ করতে হয় এখানে অঙ্গ প্রদর্শন নয় শিল্প প্রদর্শন আলোচ্য হয়ে ওঠে।
এই নৃত্য শৈলী আমাদের দেশীয় সংস্কৃতির নয় তবুও পাশ্চাত্য সংস্কৃতির অঙ্গ রূপে আমাদের দেশেও স্থান করে নিয়েছে এটি। দিনে দিনে বেলি ডান্সের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। অনেকে যেমন এই নাচ শেখার জন্য আগ্রহী হয়ে উঠছেন তেমনি অনেকেই প্রমাণ করে দিচ্ছেন নামি নৃত্যশিল্পীর থেকেও কম নয় সাধারন শিল্পীরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী তরুণী বেলি ডান্স করছেন। তার সৌন্দর্য আর নৃত্যের মাধুর্য মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে। গানের তালে প্রতিটি বিট শরীরী মোচড় এককথায় অনবদ্য। স্বল্প পোশাকে তার নৃত্য এর ছন্দে মাতোয়ারা হয়েছেন নেটিজেনরা।
প্রতিটি স্টেপ এর সাথে যেভাবে শরীরী ভঙ্গিমায় নাচের তালে নিজের ভাবনা চিন্তা ফুটিয়ে তুলেছেন তা দেখলেই বোঝা যায় তিনি নাচে কতটা দক্ষ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। প্রত্যেকেই তার নাচের প্রশংসায় পঞ্চ মুখ হয়েছেন।