বসন্ত বহিল সখি, সবুজ প্রকৃতির মাঝে মনমাতানো নাচ মৌ সুন্দরীর, প্রশংসায় নেটপাড়া

সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল হওয়ার সুযোগ। দীর্ঘ কয়েক বছরে আমাদের দৈনন্দিন জীবন পাল্টে গিয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য। কারণ সামাজিক মাধ্যম ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার যেকোনো প্ল্যাটফর্মে কিছুটা সময় আমরা সকলেই কাটাই। আট থেকে আশি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আসা যাওয়া করেন।
তাই এই মাধ্যমের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছু বলে দিতে হয় না। এই মাধ্যমকে হাতিয়ার করে অনেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন। খুব সহজেই এই মাধ্যম গুলিতে জনপ্রিয় হয়ে ওঠা যায় এবং মানুষের কাছে পৌঁছে যায় বলে জনপ্রিয়তা বেশ তুঙ্গে সামাজিক মাধ্যমগুলির। সামনেই দোল উৎসব। আর এইসময় বসন্ত ঋতু বিরাজ করে বাংলা জুড়ে।
তাই পাখির ডাক যেমন শোনা যায় তেমনই প্রকৃতি নিজেকে পুরোনো খোলস থেকে বের করে আনে। আর এই বসন্ত ঋতুতে নিজেকে রাঙিয়ে তুলল এক তরুণী। ‘বসন্ত বহিল সখি’ গানে নাচ করলেন তিনি। গালে আবির দিয়ে সবুজ প্রকৃতির মাঝে নিজের নৃত্যকে সকলের সামনে তুলে ধরলেন তিনি। সকলের মনে জায়গা করে নিলেন ওই তরুণী।
জানা গিয়েছে তার নাম মৌ। তার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলে তিনি নানান ভিডিও পোস্ট করেন। এবারও তার অন্যথা হল না। বসন্ত ঋতুর মরশুমে বসন্তের গানে নিজেকে ধরা দিলেন তিনি। আর সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও ভোলেননি। ‘ড্যান্স স্টার মৌ’ নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে।