Advertisements

জীবনের ঝুঁকি নিয়ে হিংস্র চিতাকে বাঁচাতে গেল একদল যুবক, দেখুন ভাইরাল ভিডিও

Advertisements

একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল বাঘ অনেক চেষ্টা করেও সেই হাড় বের করতে পারলো না তারপর কি হলো? সে সকলকে বলতে লাগল তার গলা থেকে হাড় বের করে দিলে সে পুরস্কার দেবে অবশেষে এক বক তাকে সাহায্য করলে পুরষ্কার হিসেবে মিললো প্রানের হুমকি। ঈশপের এর গল্পটা আমরা সকলেই পড়েছি কিন্তু এই গল্প যদি বাস্তবে ঘটে তাহলে কি করবেন?

বাঘের মতোন হিংস্র প্রাণীদের যে কখনো বিশ্বাস করা যায় এ বিষয় আমাদের মনে গেথে রয়েছে। কিন্তু এই ঘটনারই মুখোমুখি হলেন গ্রামবাসীরা। বর্তমানে যেভাবে নগরায়ন ঘটছে জঙ্গলের পর জঙ্গল উজার হয়ে যাচ্ছে তাতে বন্যপ্রাণীরা নিজেদের বাসস্থান হারাচ্ছে। তাইতো কখনো কখনো দেখা যায় বন্যপ্রাণীরা লোকালয়ে চলে এসেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও তে কিছু ঘটনা সমূহ ধরা পড়েছে যেখানে একটি দৃশ্যে দেখা যাচ্ছে একটি বাঘ কোনো কারণে লোকালয়ে চলে এসেছে। কিন্তু সেখানে এসে বিপদের সম্মুখীন হয়েছে‌। ভিডিওতে দেখা যাচ্ছে জল খেতে গিয়ে একটি কলসীর মধ্যে মুখ আটকে গেছে বাঘটির। সে চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছেনা।

এরপরই বাঘের এই কান্ড দেখে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রচুর জনতা। মানবিকতার খাতিরে বাঘটিকে সাহায্য করার কথা ভাবলেও প্রানের ভয়ে কেউই সাহস পাননা এগিয়ে আসার। গলা থেকে হাড় বের করার মতোই বাঘকে কলসি থেকে উদ্ধার করতে কে এগিয়ে আসবে এই নিয়েই শুরু হয় আতঙ্ক।

তবুও ভয় কে উপেক্ষা করেই গ্রামবাসীরা চিতাবাঘ দিকে দড়ির সাহায্যে বেধে খবর দেন বনদপ্তর এর আধিকারিকদের। আর তারপর সেখানকার কর্মী এসেই বিপদ থেকে রক্ষা করেন বাঘটিকে। আর এই ঘটনায় এখন ভাইরাল।

Related Articles