Advertisements

‘আর চুল কেটো না, টাক্লু হয়ে যাবো’, নাপিতের কাছে করুণ আর্জি খুদের, ভাইরাল ভিডিও

Advertisements

ডিজিটাল মিডিয়ার যুগে আমরা সকলেই খুব বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছি। এর যেমন কিছু খারাপ দিক রয়েছে সেরকম ভাল দিকও কিছু কম নয়। ব্যস্ততার মধ্যে একটু আনন্দ পেতে এর গুরুত্ব কিছু কম নয়। নানারকম ভিডিও ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা নির্মল হাস্যরসের যোগান দেয়। ছোট্ট শিশুকে সবসময় দেখতে ভালোলাগে, বাচ্চা ভালোবাসেনা এমন মানুষ বোধহয় নেই। আর বাচ্চাদের কীর্তিকলাপ যেমন মজা লাগে তেমন নিজেদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়।

ছোট বেলায় চুল কাটতে গিয়ে বা ন্যাড়া হতে গিয়ে কাদেনি এমন বাচ্চা বোধহয় নেই। আগেও এই ধরনের ঘটনা ঘটলেও তা সামনে আসতো না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতে এইধরনের মজার কীর্তিও সামনে আসছে। কিছুদিন আগে এই রকমই একরত্তি ক্ষুদে ভিডিও ভাইরাল হয়েছে। নাগপুরের বাসিন্দারা এই বাচ্চাটির নাম অনুশ্রুত। তার চুল কাটার সময় নানান কীর্তিকলাপ দেখে হেসে খুন হয়েছে নেটিজেনরা।

বাচ্চাটির বাবা অনুপ পেটকার একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে চুল কাটতে গিয়ে মুখ ফুলিয়ে বসে আছে বাচ্চাটি। শুরুতেই সে নাপিতকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তার একদম ভালো লাগছে না। তার চুল কাটতে মোটেও ইচ্ছা নেই। সে আবার উল্টে নাপিত কে জিজ্ঞাসা করে- তোমার কাছে নখ আছে? আমি নখ ফুটিয়ে দেব। আবার কখনো টাকলু হয়ে যাওয়ার ভয় পেয়েছে বাচ্চাটি।

পুরো ভিডিও জুড়ে বাচ্চাটির কথোপকথন মজার কান্ড দেখে হেসেই লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটির ভিউজ দেড় হাজার পেরিয়ে গেছে।

Related Articles