Advertisements

বিশালাকার দুই সিংহের সঙ্গে তুমুল লড়াই খুদে কুকুরের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

বাঘ সিংহর মতো হিংস্র প্রাণীকে বনের সব পশুই ভয় করে‌। বড়ো বড়ো প্রানীরাও ভয় পাই। শুধু কি তাই কুমীরের মতো ক্ষিপ্র পশুও সিংহকে ভয় পাই।কিন্তু সেখানে যদি সিংহের সাথে কুকুরের লড়াই হয়!!

লড়াই হবে সমানে সমানে তবেই না হার না মানা যুদ্ধ চলবে, কিন্তু যদি হয় কুকুর আর সিংহের মধ্যে? এইটুকু ভেবেই ভুল করবেন না যে এক তুচ্ছ কুকুরের সাথে আবার সিংহের লড়াই!! যে কিনা আবার পশুরাজ। পৃথিবীর আনাচে-কানাচে ঘটে চলা প্রতিনিয়ত এমন কিছু ঘটনা দেখতে পাই যা দেখে সত্যিই অবাক হতে হয়। কখনো তাজ্জব বনে যেতে হয়। অবিশ্বাস্য ছাড়া আর কিছু মনে হয় না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি জঙ্গলের মধ্যে একটি সিংহ আর সিংহী বসে আছে। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় একটি কুকুর। এরপর সিংহটি তেড়ে গেলে কুকুরটি ভয় তো পাই না উপরন্তু সিংহটিকে ভয় দেখাতে শুরু করে। একনাগাড়ে গলা দিয়ে আওয়াজ করতেই থাকে। এমনকি কুকুরটি রীতিমতো সিংহকে তাড়া করতে থাকে তার সামনে এগিয়ে যায়।

এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ছড়িয়ে গেছে। 513k ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওটিতে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন- কুকুরটি কারো কাছে মোটিভেশন পেয়েছিল বোধহয়।

Related Articles