অবিশ্বাস্য! ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে চপ ভাঁজছেন বিস্ময়কর এই মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

অনেকেই আছেন যাঁরা রান্না করতে ভয় পান। গায়ে তেল ছিটে যাবার ভয়ে রান্নাঘরে পর্যন্ত ঢোকেন না। তবে এই মহিলাকে দেখলে আপনি একেবারেই চমকে যাবেন। ইনি গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে তেলেভাজা ভাঁজছেন। কোনো হাতা-খুন্তি ব্যবহার করছেন না। কথাটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। একটি ভিডিওতে এই ঘটনা স্পষ্ট করেই দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা হাত দিয়ে গরম তেলের মধ্যে তেলেভাজা ভাঁজছেন। আর দর্শকরা গোল করে দাঁড়িয়ে ওই মহিলার কান্ডকারখানা দেখছেন।
এই ভিডিয়োটি টিকটক অ্যাপে তৈরি করা হয়, সেটি টুইটারে ফার্স্ট উই ফেস্ট নামে একটি ভেরিফায়েড হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর পোস্ট হবার পরেই এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ২৬ অক্টোবর পোস্ট হওয়া ভিডিয়োটিতে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন, আর এরসাথেই লাইকস ও কমেন্টও করেছেন।
এই ভিডিওতে দেখা যাচ্ছে গ্যাসের উনুনে এক কড়া তেল বসানো রয়েছে। আর সেই তেল টগবগিয়ে ফুটছে। একটি পাত্র থেকে বেগুনির মতো কিছু সেই তেলে ছেড়ে দিচ্ছেন। এরকমভাবেই সাধারণত তেলে ভাজা দোকানে ভাজা হয়। তবে অবাক করা ব্যাপার হল যে ওই মহিলা কিন্তু এই তেলেভাজাগুলি ভাজার জন্য কোনো হাতা, খুন্তি ব্যবহার করেননি। বরং নিজের হাত দিয়েই সরাসরি বেগুনিগুলিকে উল্টে দিচ্ছেন তেলের মধ্যে।
She said tongs are for losers ??? pic.twitter.com/QF4IaFiMd7
— First We Feast (@firstwefeast) October 26, 2020
তাঁকে দেখে মনেই হচ্ছে না যে তিনি গরম তেলে হাত ডুবিয়েছেন। ঠান্ডা জলে হাত ডোবালে যেমন হয়, তিনি ঠিক তেমন ব্যবহার করছেন। আর হাসিমুখেই এই কাজ করছেন। তাঁর এই কান্ড দেখে অবাক সকলে। বহু মানুষ গোল করে দাঁড়িয়ে তাঁর এই ভাজার পদ্ধতি দেখছেন।