Advertisements

খুদে কন্যার জোড়া পায়ে লাথি খেয়ে ছিটকে গেলেন অক্ষয় কুমার, ভিডিও ভাইরাল

Advertisements

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফ্যাশন আইকন দের মধ্যে একজন তিনি। দক্ষ অভিনেতা সাথে মার্শাল আর্টে পারদর্শী তিনি পাশাপাশি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট রয়েছে তার।

53 বছর বয়সে এসেও তার ফিটনেস যেকোনো নিউ কামারদের টেক্কা দিতে পারবে। কিন্তু এত শক্তি এত বছরের অভিজ্ঞতার পরেও গোহারান হেরে গেলেন তিনি। যার ঘায়েল কাবু হয়েছে ভিলেনরা সেখানে একজন বাচ্চার কাছেই পরাস্ত হতে হল তাকে। বলিউড খিলাড়ি অক্ষয় কুমার এবার ঘায়েল হলেন তার কন্যা নিতারা সামনে।

সিনেমার পর্দায় তাকে কঠিন রাগী বলে মনে হলেও রিয়েল লাইফে কিন্তু তিনি নিতান্তই শান্ত শিষ্ট মজার এক মানুষ। অক্ষয় বা তার স্ত্রী টুইংকেল খান্নার ইনস্টাগ্রামে উকি মারলেই বোঝা যায় সংসারী মানুষ তিনি। মেয়ে নিতারা ও ছেলে আরভকে নিয়ে হেসেখেলে সময় কাটাতে ভালোবাসেন তিনি।

আর বলিউড সুপারস্টার এর কাছে ভিলেনরা জব্দ হলেও এবার অক্ষয় কুমার তার ছোট্ট মেয়ের কাছে জব্দ হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্ল্যাকবেল্ট অক্ষয় কে ঘায়েল করছে তার ছোট্ট একরত্তি মেয়েটি। আর মেয়ের কান্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন অক্ষয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দোলনায় দোল খাচ্ছিলেন অক্ষয় কন্যা, তাকে পাহারা দিতে তার সামনে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। জোরে দোল খেতে খেতে হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা অক্ষয় কে জোড়া পায়ে লাথি মারেন নিতারা। যদিও এটা মোটেও ইচ্ছাকৃত নয়। আর তাতেই বেসামাল হয়ে পড়েন সুপারস্টার।

Related Articles