ভয়ানক বিষধর সাপকে নিজের হাতে দুধ খাওয়াতে গেলেন দুঃসাহসী এই যুবতী, তারপর যা হল, দেখুন ভাইরাল ভিডিও

বিষাক্ত প্রানীর নাম শুনলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে সাপের ছবি। আর সাপ সামনে দেখলেই ভয়ে প্রান ওষ্ঠাগত হয়ে ওঠে আর হবে নাই বা কেন তার একটা কামড়ে যে প্রাননাশ অবধি হতে পারে। কিন্তু সেখানে বিষাক্ত সাপের সামনে গিয়ে তাকে সাহায্য করা!!ভাবা যায় কখনো!! কথায় আছে দুধ সাপ দিয়ে কালসাপ পোষা। কিন্তু সেই কথার কথাই সত্যি হল।
যেখানে সাপ দেখলেই এড়িয়ে যায় আমরা সেখানে সাপের সঙ্গে কি বন্ধুত্ব হতে পারে? সাপুড়েদের বাদ দিয়ে সাপ কে অন্য কেউ পোষ মানাতে পারে? এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বোধহয়। এখন সোশ্যাল মিডিয়ায় দৌলতে এমন ঘটনার সাক্ষী থাকতে পারি যা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। মুখ দিয়ে কেবল একটাই শব্দ বেড়োয় “অবিশ্বাস্য”।
সম্প্রতি এ রকমই একটি বন্ধুত্ব স্থাপনের ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউবে ছড়িয়ে গেছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের এক সাধারণ যুবতী একটি বিষধর সাপ কে নিজের হাতে করে দুধ খাওয়াচ্ছে। আসলে গ্রামে সাপকে দেবী মনসার সাথে তুলনা করা হয়। তাই দেবীকে সন্তুষ্ট করতে বোধহয় সাপকে দুধ খাওয়াচ্ছিলেন এই যুবতীটি।
ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমদিকে সাপটি মোটেও পোষ মানেনি বরং বারংবার ফণা তুলেছে মেয়েটির ওপর। কিন্তু শেষের দিকে সাপটি যখন বুঝতে পারে তার কোনো ক্ষতি হবেনা তখন ওই বাটিতে থাকা দুধ খেতে শুরু করে। আর এইরকম বিরল ঘটনা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। এরকম দুঃসাহসিক কাজের প্রশংসা করেছেন অনেকে।