VIDEO: শাড়ি পরে রেললাইনে উদ্দাম নাচ যুবতীর, ট্রেন আসতেই তারপর যা ঘটল…

শাড়ি পরে রেললাইনে নাচ তরুণীর; রিলসের নেশায় একি কাণ্ড ঘটালেন। সোশ্যাল মিডিয়াতে (Social Media) নিজের প্রতিভাকে অল্প সময়ের মধ্যে তুলে ধরবেন বলে রিলের সাহায্য নেয় অনেকেই। খুব কম সময়ের মধ্যেই রিলের দ্বারা বহু মানুষের কাছে পৌঁছানো যায় এবং জনপ্রিয়তা লাভ করা যায় খুব। তবে এই রিল বানানোর চক্করে নিজেদের জীবনের ঝুঁকি নিতেও রাজি বড় থেকে ছোট সকলে। কখনো চলন্ত গাড়ি থামিয়ে, কখনো বা উঁচু বিল্ডিং এর ওপর রিলস করতে দেখা গেছে আট থেকে আশি সকলকেই। এমনই রিলের নেশাতে এক তরুণী রেললাইনের পাড়ে শাড়ি পরে নাচতে শুরু করলেন।
রিল করতে গিয়ে তিনি এতটাই মগ্ন ছিলেন যে ট্রেন চলে আসা খেয়াল করেনি তিনি। দিল্লির মেট্রো স্টেশনে বেশ কয়েকদিন আগেই ভিডিও বানানোর জন্য কটাকে শিকার হয়েছিলেন এক তরুণী। সেই তরুণী আবার রেললাইনের ধারে ভিডিও বানাতে গিয়ে সমালোচিত হলেন গোটা সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিকভাবেই শাড়ি পড়ে রেললাইনের পাড়ে জীবনে ঝুঁকি নিয়ে এমন উদ্দাম নাচ ভালো রকম ভাবেই নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। যার ফলে বেশ সমালোচিত হয়েছে এই তরুণী। Avnikarish নামে একটি প্রোফাইল আছে তার ইনস্টাগ্রামে, সেখান থেকেই মাঝে মাঝে নাচের ভিডিও শেয়ার করেন এই তরুণী।
প্রচারের আলো পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে নাচের ভিডিও শেয়ার করেছেন এই তরুণী। কখনো বাড়ির ছাদে, কখনো বা মেট্রো স্টেশনে আর এবার তো রেল লাইনের ধারে শাড়ি পড়ে নাচের ভিডিও করতে গিয়ে নজর কেড়েছেন গোটা নেটদুনিয়ার।নেট দুনিয়াতে তার চার লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে। নিজেদের প্রতিভাকে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ আজকে সব রকম কাজ করতে প্রস্তুত। ভিডিও করতে গিয়ে কখনো এই তরুণী রেললাইনের ট্রাকে বসেছেন, আবার কখনো রেল লাইনের উপরে দিব্যি নাচ করে গেছেন সাবলীল ভঙ্গিতে।
ভিডিও করতে গিয়ে ট্রেন পাশ দিয়ে বেরিয়ে যাওয়াতে এতটুকু বিচলিত নন এই তরুণী। রিলস করার নেশা মানুষকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করে তুলেছে। সমালোচনার ঝড় উঠলে সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এই তরুণী। তিনি জানিয়েছেন নিজেও ভিডিও করতে গিয়ে ভয় পেয়ে গেছিলেন কিন্তু ট্রেনটা স্লো ছিল। তিনি নিজেও আর কখনো এরকম ভিডিও করবেন না এবং কাউকে এরকম ভিডিও করতে মানা করেছেন তরুণী।