Advertisements

দুর্দান্ত অঙ্গভঙ্গিতে বলিউড ‘Super Hit’ গানে অসাধারন নাচ ৩ বছরের খুদে কন্যার, ভাইরাল ভিডিও মন ছুঁল নেটিজেনদের

Advertisements

সোশ্যাল মিডিয়া, বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের প্রতিভা সবার সামনে আনার সবথেকে সহজ গণমাধ্যম! শুধু সামনে আনাই নয়, রীতিমত শেয়ারের ঝড় তুলে ভাইরাল হওয়াও খুব স্বাভাবিক যদি তেমনই গুণ থাকে! বর্তমানে এটি খুব সহজ একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে সব শিল্পীদের সামনে, রিয়‍্যালিটি শো র ঝঞ্ঝাট না সামলেই যেখানে আত্মপ্রকাশ করতে পারছে প্রতিভারা!

সেরকমই একটি ভিডিও ভাইরাল হলো ফেসবুকে। টিকটক ভিডিওতে একটি হিন্দি গানে নাচলেন সামাইরা থাপা নামে নেপালের একটি বাচ্চা মেয়ে। তার নাচের অঙ্গভঙ্গি আর মিষ্টি হাসি টেক্কা দেবে বড়দেরও। বর্তমানে ঘরে বসে ইন্টারনেটের দৌলতে আমাদের মুঠোফোনের স্ক্রিনে সহজেই চলে আসছে সবকিছু। ঠিক এরকমভাবেই, এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নয় বছরের ছোট্ট মেয়েটি তার প্রতিভার ঝলকে মুগ্ধ করেছে নেটিজেনদের, অবলীলায় নেচে ফেলেছে গানটির সাথে।

বর্তমান সময়ের কেরিয়ারের ইঁদুরদৌড়ে পড়াশুনোর পাশাপাশি অন্যান্য ভালোলাগার কাজগুলো যে শিশুদের জীবনে এক ঝলক টাটকা বাতাস এনে দিতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই, তার পাশাপাশি শিশুর ব্যক্তিত্ব গঠনের জন্যও তা অপরিহার্য, প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু সুপ্ত প্রতিভা রয়েই যায়, শুধু প্রয়োজন সঠিক বিকাশ ঘটানোর, এবং সঠিক মঞ্চ সেই প্রতিভা তুলে ধরার জন্য।

ঠিক সেরকমই ছোট্টো মেয়েটি ফেসবুকের দৌলতেই সবার সামনে এসে পড়েছে, তার নাচের তালে তালে মাত করেছে নেটিজেনদের,আশা রাখতেই পারা যায়, ভবিষ্যতে তার থেকে আরো সুন্দর ও পরিণত নাচ উপহার পাবে দর্শকেরা।

Related Articles