অফবিটভাইরাল ভিডিও

নদীর জল লাল! আবার কোন অশনি সংকেত ধেয়ে আসছে পৃথিবীতে?

হঠাৎ করে কি কারণে এই নদীর জল লাল হয়ে গিয়েছে, তার কারণ কেউ বলতে পারছে না।

Advertisement
Advertisement

হঠাৎ করেই নদীর জল লাল হয়ে গিয়েছে। রাশিয়াতে এরকম একটি নদীর জল হঠাৎ করেই লাল হয়ে গিয়েছে। আর এই নদীর জলের রং দেখলেই মনে হবে যে জলের মধ্যে রক্ত মিশে গেছে। এই জল দেখে আতঙ্কিত স্থানীয় মানুষেরাও। আর এই নদীর জলের ছবি, ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে জোর আলোচনা চলছে।

এই নদির নাম ইসকিটিমকা। এটি দক্ষিণ রাশিয়াতে রয়েছে। হঠাৎ করে কি কারণে এই নদীর জল লাল হয়ে গিয়েছে, তার কারণ কেউ বলতে পারছে না। কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এরকম রং হতে পারে বলেও মনে করা হচ্ছে। ওই নদীতে আগে হাঁসেরা নামত। তবে জলের রঙের এমন পরিবর্তন দেখে কেউ নামছে না।

জানা গিয়েছে, ওই নদীর ধারেই আছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় এলাকাবাসীরা মনে করছেন যে এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার জলই এখন মিশতে শুরু করেছে নদীতে। আর তার থেকেই নদীর জল এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের প্রভাবে জলের রং এরকম হয়েছে, সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি।

দেখুন সেই ভিডিও-

Related Articles