‘চান্দা হে তু, মেরা সুরজ হে তু’, মিষ্টি মধুর সুরে দুর্দান্ত গেয়ে তাক লাগাল খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

এবার টিয়াপাখির কন্ঠে শোনা গেল লতা মঙ্গেশকারের জনপ্রিয় গান ‘চন্দা হ্যায় তু, মেরা সুরজ হ্যায় তু।’ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দৃশ্য উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীকে এক ছাদের তলায় নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে আমরা বাড়িতে বসে সহজেই জেনে নিতে পারি আমাদের আশেপাশে কী ঘটে চলেছে।
এছাড়াও এমন কিছু দৃশ্য উঠে আসে যার কিছু আনন্দ দেয় আবার কিছু কিছু অবাকও করে। সেরকমই অবাক করা একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।যেখানে দেখা যাচ্ছে একটি টিয়া পাখি হুবহু মানুষের মতোই গান গেয়ে চলেছে। আমরা সকলেই জানি যে বাড়ির পোষা টিয়াপাখি কথা বলতে সক্ষম।
তাকে যা শিখিয়ে দেওয়া হয় তারা সেভাবেই কথা বলতে পারে। তবে কখনো কি দেখেছেন এতো সুন্দর করে হিন্দি গান গাইতে? সেরকমটাই দেখা গিয়েছে এই ভিডিওতে। তাইতো তা ভাইরাল নিমেষে। এছাড়া প্রশংসার বন্যা নেটিজেনদের মুখে।