Red Beauti, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দুর্দান্ত নাচ ৫২ বছরের ইয়ং দাদির, প্রশংসায় নেটিজেনরা

বয়স নেহাতই সংখ্যামাত্র, ইচ্ছে থাকলে যে কোনো বয়সে যে কোনো কাজ করা সম্ভব। সম্প্রতি সেটাই প্রমাণ করলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দৃশ্য উঠে আসে। যার কিছু কিছু যেমন আনন্দ দেয় আবার কিছু কিছু অবাকও করে।
সম্প্রতি সেরকমই একটি ভিডিও উঠে এসেছে নেট দুনিয়ায়। যা দেখে রীতিমতো হতবাক সকলে। কারণ, এক বয়স্ক মহিলাকে অসাধারণভাবে নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে। তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন রীতিমতো হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিও ভীষণ পছন্দ করেছেন দর্শকেরা।
যেখানে দেখা যাচ্ছে করিনা কাপুরের ‘ছাম্মাক ছাল্লো’ গান নাচ প্রদর্শন করছেন তিনি। বয়স তার ৫০ পেরিয়েছে কিন্তু এনার্জি দেখে তা বোঝার উপায় নেই। তাইতো সেই ভিডিও পোস্ট হওয়া মাত্রই নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
কেউ কেউ বলেছেন, বয়স শুধুই সংখ্যা ইচ্ছের কাছে বয়সকেও হার মানতে হয়। তবে শুধুমাত্র নাচের ভিডিও নয় এর আগেও বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে কখনো বাইক চালাতে, যোগা করতে বা পাহাড় চড়তে দেখা দিয়েছে তাকে।