বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ‘আঁখ মারে’ গানে দুর্দান্ত নাচ ৮০ বছরের বৃদ্ধা ঠাকুমার, ভাইরাল ভিডিও

Advertisement

ইচ্ছে আর মনের জোর থাকলে বয়স নেহাতই সংখ্যামাত্র! যে কোনো বয়সেই যে কোনো কাজ করে ফেলা সম্ভব। যার উদাহরণ আমরা বারবার পেয়েছি। সম্প্রতি সেরকমই একটি দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে আশি বছরের বেশি এক বৃদ্ধা হিন্দি গানে সাবলীলভাবে নেচে চলেছেন। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এও কি সম্ভব?

Advertisements

কারণ, এই বয়সে মানুষতো ঠিক করে হাঁটাচলাই করতে পারেন না। তাহলে কীভাবে নাচছেন তিনি? তবে এমনটাই দেখা গিয়েছে ওই ভিডিওতে। আসুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সামনে নানান ধরনের দৃশ্য উঠে আসে। যার কিছু যেমন আনন্দ দেয়, আবার কিছু কিছু অবাকও করে।

Advertisements

এই দৃশ্য অবাক করেছে সকলকে। ট্যুইটারে পোস্ট হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে হলুদ পাড় সাদা শাড়ি, কপালে তিলক এবং মাথায় ঘোমটা দিয়ে ‘সিম্বা’ সিনেমার ‘আঁখ মারে’ গানে নেচে চলেছেন এক আশি বছরেরও বেশি বয়সী বৃদ্ধা। গানের সাথে অসাধারণ তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে তাকে। আর পাশ থেকে সবাই তাকে হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন।

মাত্র ৩০ সেকেন্ডের সেই ভিডিও ভীষণই জনপ্রিয়তা পেয়েছে সকলের মাঝে। এখনো পর্যন্ত বহু মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন এবং ওই বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সকলের মুখে একটাই কথা এই বয়সে এসেও তিনি যে নৃত্যদক্ষতা দেখিয়েছেন তা অবাক করে সকলকে। তার এই উদ্যম ও ইচ্ছেশক্তি থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।

Related Articles