অফবিটদেশনিউজ

সদ্যজাত শিশুকে কোলে নিয়ে কর্তব্যে অবিচল ‘মা’ IAS অফিসার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

এবার এই মার্তৃত্বকালীন অবস্থাতেই এক অনন্য নজির গড়লেন এক মা। আর তার এই কীর্তি এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisement
Advertisement

বিভিন্ন অফিসে মহিলা কর্মচারীদের মার্তৃত্বকালীন সুযোগ-সুবিধা নিয়ে অনেকের মনের মধ্যেই নানা অভিযোগ থাকে। এমনকি অনেক অফিসে মহিলাদের এইসময় অতিরিক্ত ছুটি দিতে হবে দেখে কাজে নিতেও চায় না। মহিলারা এই সময় বিশেষ সুবিধা পান বলেও অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করেন। তবে এবার এই মার্তৃত্বকালীন অবস্থাতেই এক অনন্য নজির গড়লেন এক মা। আর তার এই কীর্তি এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা কুর্নিশ জানিয়েছে এই মহিলাকে।

গাজিয়াবাদের মোদিনগরের এসডিএম সৌম্যা পান্ডে সন্তান জন্মানোর মাত্র ২২ দিনের মাথায় নিজের অফিসে জয়েন করে গেছেন। তিনি একজন আইএএস আধিকারিক। একদিকে মাতৃত্ব অন্যদিকে পেশাদারিত্ব দুই দায়িত্বের সঙ্গে পালন করছেন তিনি। ২০১৭ ব্যাচের তরুণ তুর্কি আধিকারিক কাজ একদম সঠিকভাবে দায়িত্ব সহকারে সামলাচ্ছেন। আবার তারই সাথে ২২ দিনের পর থেকে সন্তানকে নিয়েই তিনি অফিস করছেন।

এই করোনা আবহে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আবার এই সময় কাজের চাপ প্রচুর। তাই কাজের থেকে দূরে সরতে পারছেন না, আবার ছোট্ট সন্তানকে ছেড়েও থাকতে পারছেন না। তাই তিনি এই কঠিন ক্যালেঞ্জেকে গ্রহণ করেছেন। তবে এই করোনা পরিস্থিতিতে তিনি সন্তানের দায়িত্ব একদম সঠিকভাবে পালন করছেন। তিনি নিজের কাছে আসা বিভিন্ন ফাইল স্যানেটাইজ করছেন বারবার৷

তিনি বলেন যে গর্ভবস্থাকালে তিনি সকলের থেকে অনেকরকম সুবিধা পেয়েছেন৷ তাই নিজের শারীরিক অবস্থা একটু ঠিক হতেই তিনি কাজে ফিরে এসেছেন এবং তিনি খুবই খুশি আছেন। এই কাজ ও মাতৃত্ব একইসাথে সামলাতে পেরে তিনি স্বচ্ছন্দ। আর তার এই অনবদ্য কাজের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন তাঁকে।

দেখুন সেই ভিডিও-

Related Articles