Advertisements

দুর্দান্ত অঙ্গভঙ্গিতে ‘Super Hit’ ডান্স পারফরমান্স মিষ্টি খুদে কন্যার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বয়স খুব বেশি হলে তিন বা চার কিন্তু তার যদি নাচ ও এক্সপ্রেশন দেখেন তাহলে অবাক হতে বাধ্য। আদব-কায়দা মুখের ভঙ্গিমাটা সবকিছুতেই যেন তার শিল্পীসত্তা প্রকাশ পাচ্ছে। এইটুকুনি বয়সে যেখানে বাচ্চারা ঠিক করে মনে ভাব কথায় প্রকাশ করতে পারে না সেখানে নাচের সাথে তার এক্সপ্রেশন, গানকে অনুভব করার দক্ষতা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। আর তাইতো এই বয়সেই তার ফ্যান ফলোয়িং সংখ্যা বেশ ঈর্ষনীয়। প্রচুর মানুষ তার গুনের ফ্যান।

এই বাচ্চা মেয়েটির নাম সামারিয়া থাপা। তাকে চেনেন না এমন মানুষ ভারতে খুব কমই আছে। তার নাচ ও আদব কায়দা মুগ্ধ করে দেয় সকলকে। ছোট সামারিয়ার পথ চলা শুরু হয়েছিল একটি টিক টক ভিডিও থেকে। একের পর নেপালি গান কখনো বলিউডের গানের তালে নাচ করে মাতিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।

মিষ্টি কন্যার মিষ্টি আদবকায়দা তারপর থেকেই প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে। এখনো তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এ রকমই তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের দোলের গান এর সাথে রং মেখে নাচ করছে সে।

এইটুকু বয়সে তার এক্সপ্রেশন একজন দক্ষ শিল্পীর মতই। এই প্রতিভা যে ভগবান প্রদত্ত তা একবাক্যে স্বীকার করে নিতেই হবে। ছোট এই কন্যাকে পরবর্তীকালে যে অভিনেত্রী হিসেবে দেখতে পাবেন এমন আশাই করছেন দর্শকরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। প্রতিবারের মত এবারেও কমেন্ট বক্সে বইয়ে গেছে প্রশংসা বাক্য।

Related Articles