খুদে কুকুর ছানাকে পরম স্নেহে ভাইফোঁটা দিল ছোট্ট মেয়ে, দেখে মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয় নানান ভিডিও ও ছবি। বছরের কোনো বিশেষ সময়ে বিশেষ ভিডিও ভাইরাল হলেও তার রেষ রয়ে যায় বহুদিন। যেমন সম্প্রতি একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইফোঁটার ভিডিওটি। বর্তমানে ভাইফোঁটার মরশুম না হলেও সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই সময় লাগে না।
হঠাৎ করে ভাইরাল হয়ে যায় যেকোনো ভিডিও ও ছবি। তেমনই সম্প্রতি ভাইফোঁটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট মেয়েকে। সে তার ভাইকে ফোঁটা দিচ্ছে। কিন্তু তার ভাইয়ের আসনে নেই কোনো মানুষ।
বসে রয়েছে একটি ছোট্ট সারমেয়। সেই সারমেয়টি চুপ করে বসে রয়েছে আসনে। তাকে ফোঁটা দিচ্ছে ছোট্ট মেয়েটি। এই ভিডিওটি যেমন সুন্দর তেমনই মনোমুগ্ধকর। ভাই বা দাদা না থাকলেও বাড়ির পোষ্যকে ফোঁটা দিচ্ছে ছোট্ট মেয়েটি। বাড়ির পোষ্যরা দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকলে বাড়ির সদস্য হয়ে যায়।
তারই প্রমাণ মিলেছে এই ভিডিওতে। ভিডিওটি ‘Soujit’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে গতবছর ভাইফোঁটার সময়। ইতিমধ্যে ৪ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। প্রচুর মানুষ ভিডিওটি দেখে প্রশংসা করেছেন।