‘মাইয়া যশোদা’ জনপ্রিয় হিন্দি গানে অসাধারন নাচ খুদে কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বর্তমানে মোবাইল এর মাধ্যমেও বাচ্চারা নিজে থেকেই নাচ গান শেখার চেষ্টা করছে। তারা এখন এতটাই এডভান্স যে এগুলো চটজলদি শিখে নেওয়া তাদের কাছে কোনো বিষয় হয়ে ওঠে না। আসলে প্রত্যেক মানুষই জন্মের সময় থেকে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায়। আর সেই প্রতিভা মুগ্ধ করার ক্ষমতা রাখে।
এই যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক খুঁদে মেয়ের মিষ্টি নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই। ভিডিওতে দেখা যাচ্ছে বছর তিন চারেকের একটি বাচ্চা মেয়ে কমলা রঙের একটি ঘাগড়া পড়ে একেবারে পরীর মত সেজে গানের তালে নাচ করছে। মাইয়া যশোদা গানের তালে মঞ্চের মধ্যে সে যেভাবে নির্ভয়ে নাচ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। নাচের সাথে এক্সপ্রেশন ছন্দ প্রতিটি একজন দক্ষ নৃত্যশিল্পীর মতই।
অনেক সময় পারিপার্শ্বিক চাপে, পড়াশোনার চাপে অনেক প্রতিভা ধামাচাপা পড়ে যায়। কিন্তু যে সব বাচ্চারা নিজে থেকেই কিছু জিনিস শেখার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বাবা মায়েদের উচিত পড়াশোনার পাশাপাশি এইক্ষেত্রেও উৎসাহ দেওয়া। এতে বাচ্চারা মানসিক ও শারীরিক উভয় ভাবেই সুস্থ থাকে। আশেপাশেই এমন অনেক প্রতিভাই রয়েছে যেগুলি প্রকাশ্যে আনা প্রয়োজন। কে বলতে পারে পরবর্তীতে এই বাচ্চারাই শিল্পীরূপে প্রতিষ্ঠিত হবে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং শেয়ার করেছেন যাতে এই বাচ্চাটিকে দেখে বাকি বাচ্চারাও এভাবেই ইন্সপায়ার্ড হয়।