রাস্তার মাঝে গিটার বাজিয়ে অসাধারন গান গাইল অতি সাধারন এই কিশোর, ভাইরাল ভিডিও

অনেকেই বলে অভাবে নাকি শিল্প হয় না অথচ বই ঘাটলে দেখা যাবে এমন অনেক শিল্পী রয়েছেন যারা অভাবের মাঝেও সাহিত্য রচনা করেছেন। আসলে ভাত পেটের খিদে মেটালেও ভালোবাসা মনের খিদে মেটায়। স্বপ্ন আশা আমাদের বাঁচতে শেখায়।
অভাবের তাড়নায় হয়তো জীবনযুদ্ধে নামতে হয়েছে তাকে, পেট চালানোর দায়ে পেশা হিসেবে কোনো কাজের সাথে যুক্ত হতে হয়েছে কিন্তু গান তার ভালোবাসার জায়গা। তাইতো মনের শান্তির জন্য স্টেশনেই গান ধরেছে এক বাচ্চা ছেলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্টেশনের সামনে দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে কেশরী সিনেমার তেরি মিট্টি মে মিল যাওয়া গানটি গাইছে। প্রথাগত তালিম হয়তো সে পায়নি কিন্তু তার মধ্যেও গিটারের যেভাবে সুর তুলে অসাধারণ ভঙ্গিমায় গান গেয়েছে তা এককথায় অসাধারণ। এত ছোট বয়সে এরকম প্রতিভা সত্যিই বিস্ময়কর।
ভিডিওতে দেখা যাচ্ছে এক পথচারী বাচ্চাটির সাথে থাকা আরেক সঙ্গীকে টাকা দিতে চাইলেও তারা সেটা নেয়নি। বরং কেবল মনের আনন্দে গান পরিবেশন করেছে সকলের সামনে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন যে পৃথিবীতে এই ধরনের প্রচুর মানুষ আছে যারা উপযুক্ত সুযোগের অভাবে বঞ্চিত। এরকম প্রতিভারা যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এভাবে উঠে আসতে পারে এটাই কামনা করেছেন সকলে।