ইয়ে ইশক হায়ে, করিনা কাপুরের স্টাইলে দুর্দান্ত নেচে তাক লাগাল কোরিয়ান তরুণী, ভাইরাল ভিডিও

এবার করিনা কাপুর খানের মতোন হুবহু নেচে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলেন এক কোরিয়ান মহিলা! বলিউডে এই অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতোন। যার ঝলক আমরা মাঝেমধ্যেই দেখেছি। এবার সেরকমই এক কোরিয়ান মহিলাকে দেখা গেলো করিনার সিনেমার একটি গানে নাচতে।
আর নাচের সময় আসল গানের মতোই পোশাক ছিল তার পরনে। আমাদের সামনে এখন নানান ধরনের ভিডিও উঠে আসে। যেখানে দেখা যায় পুরনো সিনেমার গানগুলিকে নতুন করে তুলে ধরেন বিভিন্ন শিল্পীরা। যেখানে ওই গানের তারকাদের পরা পোশাক পরে হুক স্টেপ করতে দেখা যায়। সেরকমই একটি ভিডিও সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে ওই কোরিয়ান মহিলাকে দেখা যাচ্ছে ‘জব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হায়ে’ গানের গীত সেজে উঠেছেন। একেবারে গানের মতই হুবহু পোশাক ছিল তার পরনে। টিভিতে গানটি বাজছিলো আর সামনে সেই হুকস্টেপ করতে দেখা যায় মহিলাকে। এমনকি কিছু কিছু জায়গায় পর্দা আর বাস্তবের অভিব্যক্তি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, আলাদা করা যায় না।
ভিডিওটি পোস্ট করে মহিলা ক্যাপশনে লিখেছেন, ‘আমি যখন জানতে চেয়েছিলাম পরের স্টোরিতে কোন বলিউডের গানে নাচবো, তখন অনেকেই এই গানটিতে নাচতে বলেছিলেন। তখন হুবহু পোশাক পাইনি। আশা করি আপনাদের ভালো লাগবে।’ ভিডিওটি দেখার পর নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। এমনকি অনেকে এও লিখেছেন যে করিনার থেকে ভালো নেচেছেন তিনি।