না দীঘা বা পুরী নয়, এবার ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই পূণ্যস্থান থেকে

জীবনে অন্যান্য তীর্থ বারবার হলেও গঙ্গাসাগর একবারই হয়। হিন্দু ধর্মে গঙ্গা খুব পবিত্র নদী। আর তাকে ঘিরেই গঙ্গাসাগরের তীর্থ আয়োজন করা হয়। যাতে সামিল হন হিন্দু ধর্মাবলম্বীর মানুষ। আর তাই গঙ্গাসাগরে একদিন ছুটি কাটাতে যাবেন নাকি! তবে বেশি দূরে নয়, কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে সাগরদ্বীপ জায়গাটি এখন ঘোরার জন্য দুর্দান্ত।
মোট ৪৩ টি গ্রামের সমন্বয়ে এই দ্বীপটি গঠিত। ৩০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে দ্বীপটি। যাওয়ার রাস্তা খুবই সহজ। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরতে হবে।এরপর কাকদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে অটো ভাড়া করে আট নম্বর ঘাটে চলে যেতে হবে। সেখান থেকে লঞ্চ ধরে সাগরদ্বীপ চলে যাওয়া সম্ভব।
সাগরদ্বীপে বিভিন্ন ছোটো বড় হোটেল রয়েছে। এছাড়া সরকারি থাকার ব্যবস্থা রয়েছে। অনলাইনে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে পারবেন। সাগরদ্বীপে হুগলি ও হলদি নদীর প্রবাহ এক হয়ে মিশেছে। এই সাগরদ্বীপে অবস্থিত গঙ্গাসাগর তীর্থস্থান। এখানে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে আয়োজিত হয় পুণ্যস্নান ও বিরাট মেলা। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হল গঙ্গাসাগর মেলা।
প্রতিবছর ধনু থেকে মকরে রবির প্রবেশ ঘিরে এই দিনটির উদযাপন করা হয়। সাগরদ্বীপে বসবাস করেন ‘উৎকল’ শ্রেণির মানুষ। এখানে ঘোরার জায়গা রয়েছে হরিণবাড়ি, মন্দিরতলা, ধবলাট সহ নানান জায়গা। এখানে প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় নাগাদ মকর সংক্রান্তিতে মেলা আয়োজিত হয়। গঙ্গাসাগর ঘুরতে গেলে বেশি টাকা লাগবে না। ২০০০ টাকার মধ্যেই আপনার ঘোরা সম্পূর্ণ হয়ে যাবে।